
১ লক্ষ টাকার গণ্ডি থেকে বেরিয়ে আজ সোনার দাম হয়েছে ৯৫০৫০ টাকা (হলমার্ক সোনার গয়না, ৯১৬/২২ ক্যারেট ১০ গ্রাম)। মধ্যবিত্তরদের তা নাগালের বাইরেই বলা যায়। সোনার দাম না কমা অবধি হয়তো গয়নার দোকানমুখী হবেন না অনেকে। তবে আপনাদের মনে কি কখনও প্রশ্ন জেগেছে যে, যখনই সোনায় গয়নার দোকান থেকে কিছু কেনা হয়, তা গোলাপি কাগজেই কেন মুড়ে দেওয়া হয়? রং তো প্রচুর রয়েছে। এত রং থাকতেও কেন গোলাপি কাগজেই সোনার গয়না মোড়ানো হয়, জেনে নিন বিস্তারিত।
সোনার গয়না সাধারণত সাদা বা কালো কাগজে না মুড়ে গোলাপি কাগজে মুড়িয়ে দেওয়া হয় মূলত সুরক্ষা ও ঐতিহ্যের কারণে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হল।
ভারতসহ অনেক দেশে গোলাপি রংকে সৌভাগ্য, সমৃদ্ধি ও শুভ লক্ষণের প্রতীক হিসেবে ধরা হয়। তাই গয়নার দোকানগুলো ঐতিহ্য মেনে এই রঙের কাগজ ব্যবহার করে থাকে।