Red wine color trend: রাত কাঁপাতে ফ্যাশনে in ‘রেড ওয়াইন’, কালেকশনে আছে তো?

Fashion and style: ওয়াইন, বারগ্যান্ডি, মেরুন, গ্রানেট, মার্লট, সাংরিয়া এই সব রঙ এখন সকলেই বেশ পছন্দ করছেন। ডিজাইনার শাড়ি, গাউন তৈরি হচ্ছে এই রঙে। সিক্যুইনের কাজ হোক বা ভেলভেটের গাউন কিংবা শাড়ি সবেতেই এখন ইন রেড ওয়াইন

Red wine color trend: রাত কাঁপাতে ফ্যাশনে in রেড ওয়াইন,  কালেকশনে আছে তো?
ফ্যাশন যখন রেড ওয়াইনে

Jan 13, 2024 | 10:21 AM

প্রতি বছরই ফ্যাশনে আসে নয়া ট্রেন্ড। পরিবর্তন হয় কালার প্যালেটে। কিছু রং থাকে যা ভীষণ রকম ইন থাকে ফ্যাশনে আবার কিছু রঙের চাহিদা হঠাৎ করেই কমে যায়। বছরের পর বছর ধরে ফ্যাশ দুনিয়ায় একাই রাজত্ব করে এসেছে লাল। এখনও বহাল তবিয়তে আছে, তবুও কোথাও গিয়ে লালেদের দিন যেন ফিকে হয়ে আসছে। বিয়ে থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানেই ধার্য করা হয় এই লাল রং। লাল রং খুবই উষ্ণ আর এই রঙের পোশাকে ছবি ভাল আসে একতা এখনকার ফ্যাশনিস্তারা বেশ বোঝেন। বিয়েতে তাই যতই ট্রেন্ড ভাঙার কথা হোক না কেন এখনও অধিকাংশ মেয়েই লাল শাড়ি বেছে নেন। আর এদিন লাল শাড়িতেই যে কোনও মেয়েকে দেখতে ভাল লাগে। এমনকী যে কোনও পার্টিতেও মেয়েরা এই লাল রঙই বেছে নেন

বিয়ে, পার্টি-তে লাল রং দেখতে বেশ ভাল লাগে। আর একাংশ বাঙালির লাল শাড়ি প্রীতি কিন্তু বলিউড সিনেমা থেকে। পাতলা ফিনফিনে শিফনের শাড়িতে বরফের মধ্যে নাচ করছেন নায়িকারা, এমন ছবি তো অনেকবার দেখা গিয়েছে। বলিউড সিনেমায় যে কোনও রোম্যান্টিক দৃশ্যেই নায়িকারা দেখা দিতেন টকটকে লাল শাড়িতে। আবার বাচ্চার মুখেভাতেও এই লাল রঙের পোশাক পরানোর রীতি রয়েছে। লাল টুটটুকে শাড়ি, জামায়  যে কোনও মেয়েকেই দেখতে ভাল লাগে। তবে জানেন কি এবার ফ্যাশন প্যালেটে New Red-হল রেড ওয়াইন।

ওয়াইন, বারগ্যান্ডি, মেরুন, গ্রানেট, মার্লট, সাংরিয়া এই সব রঙ এখন সকলেই বেশ পছন্দ করছেন। ডিজাইনার শাড়ি, গাউন তৈরি হচ্ছে এই রঙে। সিক্যুইনের কাজ হোক বা ভেলভেটের গাউন কিংবা শাড়ি সবেতেই এখন ইন রেড ওয়াইন। একই সঙ্গে ডার্ক বটল গ্রিন, ফুশিয়া পিংক, প্যাস্টেল শেডস এসবও বেশ চলছে। কো-অর্ড সেটেও বাজার কাঁপাচ্ছে রেড ওয়াইন। ইদানিং অনেক কনেও রিসেপশনে পরার জন্য এই রেড ওয়াইন রঙের শাড়ি কিনছেন। খুব সামান্য গয়নাতেই এই রঙের শাড়িতে দারুণ সুন্দর সেজে ওঠা যায়। সামনেই শুরু হচ্ছে বিয়ের মরসুম। আর তাই ভাই-বন্ধুর বিয়েতে পরার জন্য এই রেড ওয়াইন বেছে নিচ্ছেন। শীতের রাতে এই রং দেখতেও লাগে দারুণ। আর তাই নতুন বছরের প্রথম বিয়েবাড়িতে বেছে নিন এমনই কিছু রঙের শাড়ি।