
বেশিরভাগ নারীই মেকআপ করতে পছন্দ করেন। মেকআপ একদিকে যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনই আত্মবিশ্বাসও বাড়ায়। কিন্তু মেকআপ লাগানোর পর তা সঠিক সময়ে মুখ থেকে তুলে ফেলার ভীষণ প্রয়োজন। একইভাবে মেকআপ কিট থেকেও মাঝে মাঝে পুরনো জিনিস বাদ দিতে হবে। পুরনো বা মেয়াদোত্তীর্ণ জিনিস ব্যবহার করলে তা ত্বকের ক্ষতি করতে পারে।
কোনও ব্যক্তি যদি নিজের মেকআপ কিটে থাকা পুরনো জিনিস ব্যবহার করেন, তা হলে তা সরিয়ে ফেলা প্রয়োজন। নিম্নে এক ঝলকে দেখে নিন ত্বকের যত্নের জন্য মেকআপ কিট থেকে কী কী জিনিস সরিয়ে ফেলতে হবে —
মাস্কারা চোখকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে। তবে মাস্কারার মেয়াদ খুবই কম হয়। তা সাধারণত ৩-৬ মাসের মধ্যে পরিবর্তন করা উচিত। পুরানো বা শুকনো মাস্কারা ব্যবহার করলে চোখ জ্বালা, লালভাব বা সংক্রমণের মতো সমস্যা তৈরি হেতে পারে।
স্কিন টোন সমান করার জন্য ফাউন্ডেশন ব্যবহার করা হয়। কিন্তু ফাউন্ডেশন বেশি পুরনো হয়ে গেলে এর রঙ বদলে যেতে পারে। যদি এর রঙ পরিবর্তন হয়ে থাকে, তা হলে তাড়াতাড়ি মেকআপ কিট থেকে ফাউন্ডেশন সরিয়ে ফেলতে হবে। মেয়াদোত্তীর্ণ ফাউন্ডেশন ব্যাকটিরিয়া সৃষ্টি করতে পারে যা ত্বকের সমস্যা সৃষ্টি করে।
অনেক সময় অনেক নারী লিপস্টিকের একটি নির্দিষ্ট শেড দীর্ঘদিন ব্যবহার করেন। তবে লিপস্টিকের মেয়াদও খুব বেশি হয় না। ফলে লিপস্টিক বেশি দিন ব্যবহার করলে তাতে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মাতে পারে। একইসঙ্গে ঠোঁটে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে।
মেকআপ ব্রাশ ও স্পঞ্জ নিয়মিত পরিষ্কার করতে হবে। এই ব্রাশ এবং স্পঞ্জগুলি যে কোনও ব্যক্তির মুখের/ত্বকের সরাসরি সংস্পর্শে আসে। যার ফলে সেখানে জমে থাকা ব্যাকটিরিয়া ত্বকের ক্ষতি করতে পারে। ব্রাশ বা স্পঞ্জের মান খারাপ হতে দেখলে তা বদলে ফেলা প্রয়োজন।