
প্রেম… শব্দটা শুনলেই যেন প্রখর গ্রীষ্মেও মনের কোণে লাগে বসন্তের ছোঁয়া। প্রেম.. শব্দটা শুনলেই যেন বুকের মধ্যে ছটফট করতে শুরু করে দেয় এক ঝাঁক পায়রার দল। কিশোর বয়সের ওই স্কুলের না হওয়া প্রেম হোক, গোটা জীবন একসঙ্গে কাটানোর পরেও বৃদ্ধ বয়সের অফুরান পাশে থাকার আশ্বাস… প্রেমের মিষ্টি অনুভূতিটা মনে হয় সব বয়সেই এক। অবশ্য আজকের দিনে প্রেম মানে শুধু ফুল, চিঠি দেওয়া বা চাঁদের আলোয় হাতে হাত রেখে আকাশ দেখা নয়, এখন প্রেমেও এসেছে হিসেব-নিকেশের ছোঁয়া। মানে একেবারে ওই ব্যাঙ্কে টাকা রাখার মতো ব্যাপার-স্যাপার আর কী! নিশ্চয়ই ভাবছেন প্রেমের অঙ্কটা শক্ত হলেও ব্যাঙ্কের হিসাব-নিকেশ আবার কোথা থেকে এল! আসলে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানেই দেখা যায়, যদি কেউ পাঁচ বছর ধরে প্রেম করেন, আর শেষে বিয়ে করেন, তা হলে সেই ব্যক্তি নাকি পাবে দশ গুণ রিটার্ন! হ্যাঁ, মানে প্রেম করেই করা যাবে ইনকাম! সত্যিই এমনটা হচ্ছে নাকি?
কিন্তু আজকের আবার এই গতিময়, হাতের কাছে যা চাই তাই পাইয়ের দুনিয়ায় সম্পর্ক টিকিয়ে রাখা সত্যিই বড়ই কঠিন। কাজের চাপ, একাকিত্ব, সোশ্যাল মিডিয়ার প্রভাব— সব মিলিয়ে মানুষ আজকাল একটু বেশিই বাস্তববাদী হয়ে উঠেছে। তাই অনেকে এখন প্রেমের ক্ষেত্রেও নিরাপত্তা খুঁজতে থাকছেন। সকলে যে তা পাচ্ছেন, তেমনটাও নয়। তাই দিনদিন প্রেমে শুধু আবেগ নয়, ভবিষ্যতের নিশ্চয়তাও চাইছেন কাপলরা।
সম্প্রতি একদম নতুন একটি ধারণা ভাইরাল হয়েছিল। এ বছরের ১ এপ্রিল Zikilove নামের এক রিল-প্র্যাঙ্ক স্কিমে বলা হয়েছিল, পাঁচ বছর ধরে কোনও কাপল প্রেম করলে, প্রিমিয়াম দিলে ও তাঁদের বিয়ে হলে তাঁরা দশ গুণ রিটার্ন পাবেন। এ বার সত্যিই তারা বিশ্বের প্রথম রিলেশনশিপ ইনসিওরেন্স নিয়ে হাজির। Zikilove ইনসিওরেন্স যে সুবিধা দিচ্ছে, তা পুরোটাই একটা সম্পর্কে কাপলরা একে অপরকে কতটা বিশ্বাস করে, তার উপর নির্ভর করছে।
সেই ভিডিয়োতে জিকিলাভের সিইও বলে নিজেকে যে ব্যক্তি দাবি করছেন, তিনি জানান, ৫ বছর ধরে কেউ যদি একটা পরিমাণে অর্থ বিনিয়োগ করে এবং ৫ বছর পর বিয়ে করে, তা হলে সেই ব্যক্তি ১০ গুণ রিটার্ন পাবেন বিয়ের খরচের জন্য। যেমন – কোনও ব্যক্তি যদি ৫ বছরের প্রতি বছর ২০ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তা হলে ৫ বছর পর তাঁকে ১০ লক্ষ টাকা রিটার্ন দেওয়া হবে। যদি কেউ ৫০ হাজার টাকা করে ৫ বছর বিনিয়োগ করেন, তা হলে তিনি ২৫ লক্ষ টাকা রিটার্ন পাবেন। ভালবাসার বিনিময়ে লক্ষ্মীলাভের সুযোগ যেমন থাকছে, তেমনই একখানা কিন্তু কিন্তুর জায়গাও থাকছে! কারণ, এই বিমা অনুযায়ী, যদি কারও ব্রেক আপ হয়ে যায়, তা হলে কোনও রিটার্নই মিলবে না।
জিকিলাভের সিইও জানান, এআই অ্যালগরিদমের উপর কাজ করছে ওই বিমা সংস্থার টিম। যেখানে জিকিলাভ অ্যাপের মাধ্যমে Loyalty Score কাউন্ট করা হবে। যেখানে বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটি সম্পর্কে থাকা কাপলের বিশ্বস্ততা মাপা হবে। যেমন – কোনও কাপলরা একে অপরকে ঠিক কত বার, কত সময় ধরে টেক্সট মেসেজ করছে, নিজেদের স্পটিফাই প্লেলিস্ট একে অপরের সঙ্গে শেয়ার করছে কি না, নেটফ্লিক্সে কোনও কাপল কত সময় কাটাচ্ছে, এগুলো মাপা হবে। অনেক ব্যক্তি এই বিমার প্রতি আগ্রহী, তারই উল্লেখ রয়েছে এই রিলটির কমেন্ট বক্সে।
উল্লেখ্য, Zikilove এর ওয়েবসাইটে গিয়ে জয়েন উইশলিস্ট করার কথাও ওই রিলে বলা ছিল। সেখানে ক্লিক করলে একটি এআই পরিষেবা প্রদানকারী ওয়েবসাইট খুলে যায়। যা থেকে পরিষ্কার এটি একটি এআই পরিষেবা প্রদানকারী ওয়েবসাইটের প্রচার অভিযানের অংশ।
প্রেমের আসল শক্তি আসে বোঝাপড়া, সম্মান আর একসঙ্গে থাকার ইচ্ছে থেকে। টাকা-পয়সা বা রিটার্ন কিছুক্ষণের জন্য সম্পর্ক মজবুত করতে পারে, কিন্তু তা দিয়ে স্থায়ী ভালবাসা কেনা যায়? তা নিয়ে দিনে দিনে লাভ এক্সপার্ট মানে ওই আমার আপনার বন্ধুদের নানা মত থাকলেও এখন সময় বদলেছে, প্রেমের ধরনও বদলাচ্ছে। যুগের তালে প্রেমে শুধু আমি তোমায় ভালবাসি নয়, বরং আমরা একসঙ্গে ভবিষ্যতে কী করতে চাই, কীভাবে একসঙ্গে বাঁচতে চাই… এই প্রশ্নগুলোও খুব জরুরি। জিকিলাভের ওই প্র্যাঙ্ক রিলের বিমার প্রস্তাব অনেক নেটিজ়েনের মনে ধরেছে। তাঁদের অনেকেই বলাবলি করছেন, এমন বিমা থাকলে হয়তো তাঁরাও বিনিয়োগ করতেন।
মনোবিজ্ঞানীদের মতে, আজকাল সম্পর্ক মানে শুধু ভালবাসা নয়, বরং সময়, মনোযোগ আর মানসিক শক্তির একটা বড় বিনিয়োগ। কেউ কেউ বলেন, যখন কোনও সম্পর্কের সঙ্গে দায়িত্ব বা ভবিষ্যতের পরিকল্পনা জুড়ে যায় তখন সেটি আরও দৃঢ় হয়ে ওঠে। আরও মজবুত হয়। কিন্তু সঙ্গে এটাও সত্যি, যদি একটা সম্পর্ক পুরোপুরি রিটার্ন বা লাভ-ক্ষতির হিসেবের উপর দাঁড়ায়, তা হলে কি সেখানে অফুরান, নিঃস্বার্থ ভালবাসা থাকবে?