১০ টাকা খরচে এবার বানিয়ে ফেলুন এই ম্যাজিক নাইটক্রিম
রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই দুধ হাতে নিয়ে মুখে ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। দামি যে কোনও নাইট ক্রিমের থেকে ভাল কাজ করবে বাড়িতে বানানো এই ক্রিম। দেখে নিন কী ভাবে বানাবেন।

ত্বকের জন্য খুবই জরুরি হল নাইটক্রিম। মুখের টানটান ভাব, উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে নাইট ক্রিম। সকাল থেকে বিকেল, সন্ধ্যে পর্যন্ত মুখে অনেক কিছুই মাখেন অনেকে। ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়া, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, সিরাম- তবে দিনের শেষে মুখ পরিষ্কার করে ধুয়ে যদি নাইট ক্রিম না লাগানো হয় তাহলে ত্বক তার ক্ষতপূরণের কোনও সুযোগ পায় না। ত্বক রুক্ষ্ম, প্রাণহীন হয়ে পড়ে। যে কারণে রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে যদি মিল্ক ম্যাসাজ করতে পারেন তাহলে খুবই ভাল। কাঁচা দুধ ফ্রিজে রাখুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই দুধ হাতে নিয়ে মুখে ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। দামি যে কোনও নাইট ক্রিমের থেকে ভাল কাজ করবে বাড়িতে বানানো এই ক্রিম। দেখে নিন কী ভাবে বানাবেন।
এই নাইট ক্রিম বানিয়ে নিতে বিশেষ খরচ নেই। মাত্র ১০ টাকার বিনিময়েই বানিয়ে নিতে পারবেন। এক চামচ গুঁড়ো দুধে হাফ চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে। এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। ভাল করে গুলে নিলেই রেডি প্যাক। যাদের ত্বক কুঁচকে গেছে তাদের জন্য এই প্যাক খুবই ভাল।
মুখ ফেসওয়াশ দিয়ে আগে ভাল করে ধুয়ে নিতে হবে। এবার ছোট একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে ভাল করে ভাপ দিতে হবে। এতে পোরস গুলো খুলে যায় আর যাবতীয় পোরস খুলে আসে। এবার মুখে গোলাপ জল লাগিয়ে নিন। এর ৫ মিনিট পর যে প্যাক বানিয়েছেন তা লাগিয়ে নিতে হবে। ১০-১৫ মিনিট তা মুখে রেখে ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। উপর দিকে টেনে টেনে ম্যাসাজ করুন। ডার্ক সার্কেলের সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিতে হবে। এরপর আর কোনও কিছু লাগানোর প্রয়োজন পড়ে না। এভাবে নাইট ক্রিম লাগিয়ে নিলে ত্বক ভাল থাকবে সেই সঙ্গে মুখের যয়াবতীয় দাগ ছোপও উঠে আসবে।
