কলকাতা: নতুন বছরে শুরুর দিন থেকেই বদলে যাচ্ছে চেকের মাধ্যমে লেনদেনের নিয়ম। ২০২১ সালের পয়লা জানুয়ারি থেকেই ‘পজেটিভ পে সিস্টেম’ আনছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। ৫০ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নতুন নিয়ম। প্রতারণা রুখতেই এই পদক্ষেপ করছে দেশের শীর্ষ ব্যাঙ্ক।
এই নতুন নিয়মে চেক প্রদানকারীকে শুধুমাত্র চেক দিয়ে দায় সারলেই হবে না। তার সঙ্গে ব্যাঙ্ককে নিশ্চিত করাতে হবে যে তিনি চেকের মাধ্যমে লেনদেন করছেন। তার জন্য এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা এটিএমে গিয়ে চেকের বিবরণ দিতে হবে। সেখানে চেক প্রদানকারীকে লিখতে হবে চেকের তারিখ, যাঁকে টাকা দিচ্ছেন তাঁর নাম, টাকার পরিমাণ ইত্যাদি। ব্যাঙ্ক যাচাই করে তবেই টাকা দেবে ওই চেকের মাধ্যমে।
আরও পড়ুন: বয়স্কদের জন্য বাড়তি সুদের প্রকল্প! আবেদনের সময় বাড়াল SBI
প্রত্যেক ব্যাঙ্কে যাতে এই পরিষো উপলব্ধ হয় তা নিশ্চিত করবে ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া। আরবিআইয়ের নির্দেশে পজেটিভ পে সিস্টেমের সম্পর্কে গ্রাহকদের ওয়াকিবহাল করবে প্রত্যেকটি ব্যাঙ্ক।