বাংলাদেশের বিরুদ্ধে ঢাকাতে এশিয়া কাপের ম্যাচে ২০১২ সালের ১৬ মার্চ ১০০তম আন্তর্জাতিক শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর।
৯৯তম সেঞ্চুরি থেকে ১০০তম সেঞ্চুরিতে পৌঁছতে সচিনের পাক্কা এক বছর সময় লেগেছিল। ২০১১ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৯তম শতরান করেছিলেন মাস্টার ব্লাস্টার।
তবে সচিনের রেকর্ড ম্যাচে ভারত কিন্তু জিততে পারেনি। এশিয়া কাপের সেই ম্যাচে টিম ইন্ডিয়াকে ৫ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ।
শুধু তাই নয়। সচিনের ক্রিকেট কেরিয়ারের শেষ সেঞ্চুরিও ছিল ১০ বছর আগে আজকের দিনে করা রেকর্ড সেঞ্চুরিটাই।
লম্বা ক্রিকেট কেরিয়ারে সচিন টেস্ট ক্রিকেটে ৫১টি সেঞ্চুরি করেছেন। এবং একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান করেছিলেন মাস্টার ব্লাস্টার।