Railway Stations: এমন মজাদার নামের রেল স্টেশন আপনি ভারতের কোথায় দেখতে পাবেন, জেনে নিন
TV9 Bangla Digital | Edited By: megha
Dec 15, 2021 | 2:50 PM
আমরা অনেকেই ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করি। ট্রেনে ভ্রমণ করলে প্রাকৃতিক দৃশ্যও অন্বেষণ করা যায় বেশ ভাল ভাবে। প্রতিটি রেলওয়ে স্টেশনের নিজস্ব ও অনন্য নাম রয়েছে। তবে আমাদের দেশে এমন অনেক রেলস্টেশন রয়েছে, যার নাম শুনলেই আপনার হাসি পাবে। এমন ১৫টি রেলস্টেশনের খোঁজ রইল আপনার জন্য!
1 / 15
এই স্টেশন কার জন্য দিওয়ানা, তা জানা নেই। তবে এই দিওয়ানা রেলওয়ে স্টেশনের অবস্থান হল হরিয়ানার পানিপথে। এটা খুবই ছোট একটি রেল স্টেশন।
2 / 15
সহেলি নামক এই রেলওয়ে স্টেশনটি মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত।
3 / 15
রাজস্থানের একটি রেলওয়ে স্টেশনের নাম সালি। এই রেলওয়ে স্টেশনটি রাজস্থানের যোধপুর জেলায় অবস্থিত। এটি আজমির থেকে প্রায় ৫৩ কিমি দূরে এবং উত্তর-পশ্চিম রেলওয়েতে পড়ে।
4 / 15
মোরি বেরা নামক এই রেলওয়ে স্টেশনটিও রাজস্থানের একটি ছোট্ট গ্রামে অবস্থিত।
5 / 15
নানা রেলওয়ে স্টেশনটি রাজস্থানের সিরোহি পিন্ডওয়ারায় অবস্থিত। নানা স্টেশন থেকে নিকটতম স্টেশন হল উদয়পুর।
6 / 15
রেলস্টেশনের নাম শুনলে হাসি পায়? নাকি 'বাপ'এর কথা মনে পড়ে যায়? আসল এমনই নাম স্টেশনের। বাপ নামক এই স্টেশনটি রাজস্থানের যোধপুরে অবস্থিত।
7 / 15
ওধানিয়া চাচা, এই রেলওয়ে স্টেশনটি রাজস্থানের চাচা নামক গ্রামে অবস্থিত।
8 / 15
কর্ণাটকের একটি জংশনের নাম লন্ডা।
9 / 15
কালা বাকরা নামক এই রেলওয়ে স্টেশনটি পঞ্জাবে অবস্থিত।
10 / 15
বিড়ালের বাসস্থান কিনা জানা নেই, তবে স্টেশনের নাম বিল্লি। বিল্লি নামক এই রেলওয়ে স্টেশন উত্তরপ্রদেশে অবস্থিত। এই স্টেশনটি সোনভদ্র জেলায় রয়েছে। এটি একটি খুব বিখ্যাত স্টেশন।
11 / 15
গুরো নামক এই রেলওয়ে স্টেশনটি মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত।
12 / 15
তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত এই ওয়াশারমানপিত নামক রেলওয়ে স্টেশনটি।
13 / 15
ক্লাটার বাক গঞ্জ নামক এই রেলওয়ে স্টেশনটি উত্তরপ্রদেশের বারেলিতে অবস্থিত।
14 / 15
কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে অবস্থিত লোট্টে গোল্লা হাল্লি নামক এই রেলওয়ে স্টেশনটি।
15 / 15
পশ্চিমবঙ্গে অবস্থিত ইলু নামক এই রেলওয়ে স্টেশনটি।