
বর্ষায় চুল পড়ে যাওয়া নিয়ে সমস্যা জেরবার হলে অনেকেই বিকল্প উপায় খোঁজেন। বদলে ফেলেন হেয়ার স্টাইলটাই। কিন্তু পাতলা চুলে আপনার মুখের সঙ্গে কোন হেয়ারস্টাইলটি ভাল মানাবে তা জানা অত্যন্ত জরুরি।

চুল পড়া সমস্যার সঙ্গে সেরা চুলের স্টাইল একটি বিকল্প হতে পারে। চুল পড়া রোধ করতে এই সহজ ও সরল সুন্দর ৪টি হেয়ারস্টাইল সম্বন্ধে কিছু তথ্য দেওয়া হল...

লেয়ারড বব: চুল পড়া রোধ করতে চুল ছোট করে ফেলতে চাইছেন? ছোট করে কাটা হবে, আবার চুলের ভ্যলিয়ুমও বজায় থাকবে এমন হেয়ারকাট করতে হলে আপনার জন্য লেয়ারড বব একদম পারফেক্ট। স্ট্রেট বা মসৃণ চুলের জন্য তো বটেই, কার্ল চুলের জন্যও এই হেয়ার স্টাইল একদম আদর্শ।

কার্টন ব্যাঙ্স: সব কিছুর সঙ্গে মানানসই হেয়ারস্টাইল চাইছেন! গোল আকৃতির মুখ বা লম্বা চুল হলে এই হেয়ারকাট অত্যন্ত স্টাইলিস। কপালে ছোট করে চুল আর কানের পাশ দিয়ে লম্বা বা ছোট করে কাটা চুলের স্টাইল সবসময়ই আকর্ষণীয়।

ফ্রন্ট লেয়ারস: কতকটা কার্টন ব্যাঙসের মতোই, কিন্তু এই হেয়ারডো লম্বা বা ছোট চুলের জন্য একদম পারফেক্ট। খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব ও কিছুটা ভার্সেটাইলও বটে। স্টাইলড ওয়েভস বা কার্ল -দুরকমই করতে পারবেন।

পিক্সি হেয়ারকাট: গরম কালের জন্য দুর্দান্ত হেয়ারস্টাইল। যাঁরা চুলের যত্ন নিতে সময় পান না , চুলের নানান সমস্যায় জেরবার, তাঁরা এই আকর্ষণীয় হেয়ারস্টাইল একবার ট্রাই করতে পারেন। আপনি একা নন, কেটি পেরি, মাইলি সাইরাসের মতো সেলেব্রিটিদের প্রথম পছন্দ এই হেয়ারকাট