Deepika Padukone: দীপিকার সৌন্দর্যে বুঁদ সারা বিশ্ব! ‘এলিগেন্ট বিউটি’ পেতে জেনে রাখুন এই ৪টি সহজ ধাপ
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Nov 17, 2022 | 10:42 AM
Elegant Beauty Tips: হলিউডের সৌন্দর্য তাঁর কাছে ফিকে। গোল্ডেন রেশিয়োর বিচারে সেরা দশ সুন্দীর তালিকায় নাম রয়েছে বলিউডের পদ্মাবতী দীপিকা পাড়ুকোন। ভারত থেকে মাত্র এই একজনই এই তালিকায় নিজের স্থান দখল করেছেন রণবীর ঘরণী।
1 / 10
সাধারণ ও সিম্পল মেকআপ ও সহজ বিউটি কেয়ার বিশ্বাসী দীপিকার সৌন্দর্যের তারিফ না করে উপায় নেই। একথা অস্বীকার করা উপায় নেই।
2 / 10
রেড কার্পেট থেকে ইভেন্টে বোল্ড লুক, কিংবা পর্দায় এমনকি সোশ্যাল মিডিয়ায় নিজের বিউটি হ্যাকস নিয়ে মুখ খোলার সময়, ফ্যাশনের অন্যতম আইকন ও বিশ্বসেরা সুন্দরীর বিউটি কেয়ার জানার কৌতূহল কখনও থেমে থাকে না। কীভাবে নিজের ত্বকের যত্ন নেন, তার সিক্রেট ফাঁস হল এখানে...
3 / 10
একটি জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের সাক্ষাত্কারে দীপিকা জানিয়েছিলেন, যতই ক্লান্তি হোন না কেন, বিছানায় শুতে যাওয়ার আগে মেকআপ তুলে, ত্বক পরিষ্কার করা চাই-ই চাই। সারা দিনে চরম ব্যস্ততা থাকলেও দিনের শেষে মেকআপ তোলা হল প্রথম কাজ। তারপর ত্বকের প্রাথমিক যত্ন নেওয়ার কাজ শুরু করা অত্যন্ত জরুরি।
4 / 10
মেকআপ না তুলে সারারাত কাটালে ত্বকের ছিদ্রগুলির মুখ বন্ধ হয়ে যায়। তাতে ত্বক নিজের যত্ন নেওয়ার সুযোগ পায় না। এর জেরে ত্বকের উপর খুব তাড়াতাড়ি রিঙ্কেলস, ফাইন লাইনস, ব্রণর প্রবণতা, ব্রেকআউটের সমস্যাগুলি দেখা দিতে পারে।
5 / 10
স্কিনকেয়ার রুটিনের মধ্যে দীপিকা এক্সফোলিয়েটিং, ক্লিনজিং ও রিপ্লিশিং করতে বেশি পছন্দ করেন। ত্বকের যত্নে প্রাথমিক ও গুরুত্বপূর্ণ উপাদান হল সানস্ক্রিন। এছাড়া ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নাইটক্রিম ব্যবহার করেন তিনি। ত্বককে ডিটক্স করতে বাইরের কোনও প্রোডাক্টের নয়, বরং ঘরোয়াভাবে ক্লে মাস্ক ব্যবহার করতে বেশি পছন্দ করেন তিনি।
6 / 10
ইন্সটাগ্রামে একসময় তিনি বলেছিলেন, মাত্র ১০ মিনিটের মধ্যে ত্বককে হাইড্রেট করতে ও সুস্থ রাখতে, ত্বককে রিফ্রেস অনুভূতি দিতে এই ফেসমাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
7 / 10
একটি সাক্ষাতকারে দীপিকা জানিয়েছিলেন, 'দিনের একটি সময়ে ওয়ার্কআউট করা আবশ্যিক। আমার সিডিউলের মধ্যে এই ওয়ার্কআউটের প্রাধান্য থাকে সবার আগে। দীর্ঘস্থায়ী কিছু পেতে হলে প্র্যাকটিক্যাল ও রিয়ালিস্টিক এক্সারসাইজের নিয়ম মেনে চলা দরকার। আর সেই কাজটি আমি প্রতিদিন করে থাকি।'
8 / 10
'ওয়ার্কআউটের পরই আমি দ্রুত স্পা সেশন বা কখনও কখনও স্টিম নিই। তাতে ভিতর থেকে নিজেকে আরও সুন্দর করে তোলা যায়। এক্সারসাইজের পর দ্রুত স্পা নিলে আরামবোধ যেমন হয়, তেমনি অন্তরের সৌন্দর্যকেও উপলব্ধি করা যায়। '
9 / 10
ওয়ার্ক আউট ও স্পা বা স্টিম নেওয়ার জেরে রক্তপ্রবাহ তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। আর তাতে ত্বক থাকে সুস্থ ও উজ্জ্বল। ওয়ার্কআউটের কারণে ত্বকের নানা সমস্যা দূর হয়ে যায়। ত্বকের ছিদ্রপথগুলি খুলে যা, র্যাশেস বা ব্রণের প্রবণতা কমে যায়।
10 / 10
ত্বকের যত্নের জন্য দীপিকা একটি জিনিস সবসময় ব্যবহার করেন। নারকেল তেল। চুল থেকে ঠোঁটের যত্নে নারকেল তেল ব্যবহার করতে পছন্দ করেন। শুষ্ক চুলের জন্য হেয়ার মাস্ক হিসেবে কিংবা শুষ্ক, ক্ষতিগ্রস্ত ঠোঁটকে হাইড্রেটেড ও কোমল করে তুলতে, অথবা মেকআপ রিমুভার হিসেবে একটাই উপাদান বেছে নিয়েছেন তিনি। ত্বক ও চুলের যত্নের জন্য নারকেল তেল যে সব দিক থেকেই সেরার সেরা, তা তিনি বারবার সাক্ষাত্কারে জানিয়েছেন।