
ব্যক্তিগত হোক বা দলগত, ১৯৮০ সালের পর তিনটি অলিম্পিকস থেকে খালি হাতেই ফিরতে হয় ভারতকে। পরিস্থিতি বদলায় 1996 সালের আটলান্টা অলিম্পিকসে। পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পান টেনিস তারকা লিয়েন্ডার পেজ। লি-র হাত ধরে 44 বছরের ব্যক্তিগত পদক এবং 16 বছরের অলিম্পিকস পদক জয়ের খরা মেটে।

অলিম্পিকসে ব্যক্তিগত বিভাগে ভারতের প্রথম সোনা জয়। 2008 সালে বেজিংয়ে 10 মিটার এয়ার রাইফেলসে সোনা জেতেন অভিনব বিন্দ্রা।

বেজিংয়ে কুস্তিতে পদকের খরা কাটে সুশীল কুমারের হাত ধরে। 56 বছরের খরা কাটিয়ে 66 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পান সুশীল কুমার। 2012 সালের লন্ডন অলিম্পিকসে পদকের রং পালটে ফেলেন সুশীল। অলিম্পিকসে ভারতের প্রথম রুপো জয়ী কুস্তিগীর সুশীল।

সেদিন গোটা দেশের নজর ছিল পিভি সিন্ধু বনাম ক্যারোলিনা মারিনের ব্যাডমিন্টন ফাইনালে। রিও অলিম্পিকসে কোটি কোটি ভারতীয়র প্রার্থনা পূরণ করে সোনা আসেনি ঠিকই। কিন্তু অলিম্পিকসে রুপো জয়ী প্রথম ভারতীয় শাটলারে পরিণত হন সিন্ধু। গতবছর টোকিয়োতে সিন্ধুর ঝুলিতে আসে ব্রোঞ্জ। ব্য়াডমিন্টনে জোড়া পদকজয়ী একমাত্র ভারতীয় শাটলার তিনি।

অলিম্পিকসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এতদিন দাঁত ফোঁটাতে পারেনি ভারত। অলিম্পিকসে ভারতের অংশগ্রহণের একশো বছরের মাথায় সেই বদনাম দূর করেন নীরজ চোপড়া। হরিয়ানার ২৩ বছরের এই জ্যাভলিন থ্রোয়ার বর্শা নিক্ষেপ করে দেশকে সোনা জেতান।