IPL 2022: ইমারি, অ্যামি কারা জানেন? আসুন আপনাদের নিয়ে যাই আইপিএলের সেরা সুন্দরীদের ডেরায়
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Apr 27, 2022 | 7:30 AM
আইপিএল-২০২২ (IPL 2022) এর ৩৯টি ম্যাচ হয়ে গিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন একাধিক বিদেশী ক্রিকেটার। ছবিতে দেখে নিন এ বারের আইপিএলের ৫ বিদেশী ক্রিকেটারের সুন্দরী স্ত্রীদের ছবি...
1 / 5
ফাফ দু'প্লেসির স্ত্রী ইমারি দু'প্লেসি - প্রাক্তন প্রোটিয়া তারকা ক্রিকেটার এবং আরসিবির বর্তমান অধিনায়ক ফাফ দু'প্লেসির স্ত্রী ইমারি দু'প্লেসি। ২০১৩ সালে দু'প্লেসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুন্দরী ইমারি।
2 / 5
অ্যারন ফিঞ্চের স্ত্রী অ্যামি ফিঞ্চ - অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক ও কেকেআরের ওপেনার ব্যাটার অ্যারন ফিঞ্চের স্ত্রী অ্যামি ফিঞ্চ। দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে ডেট করার পর ২০১৬ সালে অ্যারন-অ্যামির এনগেজমেন্ট হয়েছিল। এরপর ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন।
3 / 5
প্যাট কামিন্সের স্ত্রী বেকি বস্টন - অজি টেস্ট দলের অধিনায়ক ও কেকেআরের তারকা ক্রিকেটার প্যাট কামিন্সের সুন্দরী স্ত্রী হলেন বেকি বস্টন। সুন্দরী বেকি পেশায় একজন ইন্টিরিয়র ডিজাইনার।
4 / 5
আন্দ্রে রাসেলের স্ত্রী জ্যাসিম লোরা রাসেল - ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলের সঙ্গে ২০১৪ সালে বাগদান হয়েছিল জ্যাসিম লোরার। তারপর ২-১৬ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইপিএলে কেকেআরের একাধিক ম্যাচে ডাগআউটে দেখা গিয়েছে রাসেলের স্ত্রীকে।
5 / 5
কুইন্টন ডি'ককের স্ত্রী সাশা ডি'কক - প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'ককের স্ত্রী সাশা ডি'কক। ২০১২ সালে সাশার সঙ্গে প্রথম দেখা কুইন্টনের। সেই সময় সাশা তখন একজন চিয়ারলিডার ছিলেন। এরপর ২০১৫ সালে তাঁদের এনগেজমেন্ট হয়ে। তারপর ২০১৬ সালে কুইন্টন-সাশা বিয়ে করেন।