
কলকাতার মধ্যে প্রি ওয়েডিং শ্যুটের জন্য সেরা জায়গা হল এই প্রিন্সেপ ঘাট। বছর ভর এখানে প্রচুর মানুষ প্রি ওয়েডিং শ্যুট করেন। সামনে গঙ্গা আর ব্যাকড্রপে বিদ্যাসাগর সেতু..ব্যাস আর কি চাই

মল্লিকঘাট ফুল বাজারে প্রতিদিন অজস্র ফুল আসে। বলা ভাল ফুলের মেলা। হরেক গাঁদা, জবা, বেল, জুঁই, রজনীগন্ধা, জারবেরা অসজ্র ফুল থাকে। আর এই ফুলের ভিড়ে কিন্তু ছবিও ভাল ওঠে।

প্রচুর প্রেমের গল্পের শুরুই হয় এখান থেকে। আর তাই প্রি ওয়েডিং শ্যুটের জন্য ভিক্টোরিয়া ছাড়া ভাল অপশন আর হয় না। পরেনের পুরনো দিনগপলো আরও একবার ঝালিয়ে নিতে অবশ্যই আসুন এখানে ফটোশ্যুটে।

শীত আসলেই সেজে ওঠে এই পাড়া। প্রচুর অ্যাংলো পরিবার এখনও এখানে থাকে। বো ব্যারাকে এখনও ধরা পড়ে সেই কলোনিয়াল চিত্র। প্রি ওয়েডিং কিন্তু এখানে সারতেই পারেন।

ভিক্টোরিয়া, ময়দান হেঁটে জন্ম হয় কত শত প্রেম কাহিনির। আর তাই জীবনের রূপকথা তৈরির সময়ও অবশ্যই বাছতে পারেন ময়দান। ট্রামলাইন আর গাছের যুগলবন্দিতে দারুণ ছবি ওঠে এখানে।