Wedding: প্রি-ওয়েডিং ফটোশ্যুটের প্ল্যান রয়েছে? রইল কলকাতার মধ্যেই সেরা পাঁচ জায়গার হদিশ
Photoshoot: বিয়ের সঙ্গে ফটোগ্রাফি এখন অঙ্গাঙ্গিক ভাবে সজড়িত। আর এই বিশেষ দিন আরও বিশেষ করে তুলতে ফটোগ্রাফির ভূমিকা গুরুত্বপূর্ণ। বিয়ের আগের বিভিন্ন মুহূর্ত, বিয়ের পরের মুহূর্ত ফ্রেমবন্দি রাখতে ফটোগ্রাফির বিকল্প নেই। এছাড়াও সিনেম্যাটিক শ্যুট থেকে ভিডিয়ো সবই থাকে তার মধ্যে। ওই একটা দিনের জন্য আপনারাই নায়ক-নায়িকা। সামনে বিয়ের পরিকল্পনা রয়েছে আপনারও?আর তাই রইল কিছু প্রি-ওয়েডিং স্পটের হদিশ।