Wedding: প্রি-ওয়েডিং ফটোশ্যুটের প্ল্যান রয়েছে? রইল কলকাতার মধ্যেই সেরা পাঁচ জায়গার হদিশ

TV9 Bangla Digital | Edited By: aryama das

Nov 26, 2021 | 4:31 PM

Photoshoot: বিয়ের সঙ্গে ফটোগ্রাফি এখন অঙ্গাঙ্গিক ভাবে সজড়িত। আর এই বিশেষ দিন আরও বিশেষ করে তুলতে ফটোগ্রাফির ভূমিকা গুরুত্বপূর্ণ। বিয়ের আগের বিভিন্ন মুহূর্ত, বিয়ের পরের মুহূর্ত ফ্রেমবন্দি রাখতে ফটোগ্রাফির বিকল্প নেই। এছাড়াও সিনেম্যাটিক শ্যুট থেকে ভিডিয়ো সবই থাকে তার মধ্যে। ওই একটা দিনের জন্য আপনারাই নায়ক-নায়িকা। সামনে বিয়ের পরিকল্পনা রয়েছে আপনারও?আর তাই রইল কিছু প্রি-ওয়েডিং স্পটের হদিশ।

1 / 5
কলকাতার মধ্যে প্রি ওয়েডিং শ্যুটের জন্য সেরা জায়গা হল এই প্রিন্সেপ ঘাট। বছর ভর এখানে প্রচুর মানুষ প্রি ওয়েডিং শ্যুট করেন। সামনে গঙ্গা আর ব্যাকড্রপে বিদ্যাসাগর সেতু..ব্যাস আর কি চাই

কলকাতার মধ্যে প্রি ওয়েডিং শ্যুটের জন্য সেরা জায়গা হল এই প্রিন্সেপ ঘাট। বছর ভর এখানে প্রচুর মানুষ প্রি ওয়েডিং শ্যুট করেন। সামনে গঙ্গা আর ব্যাকড্রপে বিদ্যাসাগর সেতু..ব্যাস আর কি চাই

2 / 5
মল্লিকঘাট ফুল বাজারে প্রতিদিন অজস্র ফুল আসে। বলা ভাল ফুলের মেলা। হরেক গাঁদা, জবা, বেল, জুঁই, রজনীগন্ধা, জারবেরা অসজ্র ফুল থাকে। আর এই ফুলের ভিড়ে কিন্তু ছবিও ভাল ওঠে।

মল্লিকঘাট ফুল বাজারে প্রতিদিন অজস্র ফুল আসে। বলা ভাল ফুলের মেলা। হরেক গাঁদা, জবা, বেল, জুঁই, রজনীগন্ধা, জারবেরা অসজ্র ফুল থাকে। আর এই ফুলের ভিড়ে কিন্তু ছবিও ভাল ওঠে।

3 / 5
প্রচুর প্রেমের গল্পের শুরুই হয় এখান থেকে। আর তাই প্রি ওয়েডিং শ্যুটের জন্য ভিক্টোরিয়া ছাড়া ভাল অপশন আর হয় না। পরেনের পুরনো দিনগপলো আরও একবার ঝালিয়ে নিতে অবশ্যই আসুন এখানে ফটোশ্যুটে।

প্রচুর প্রেমের গল্পের শুরুই হয় এখান থেকে। আর তাই প্রি ওয়েডিং শ্যুটের জন্য ভিক্টোরিয়া ছাড়া ভাল অপশন আর হয় না। পরেনের পুরনো দিনগপলো আরও একবার ঝালিয়ে নিতে অবশ্যই আসুন এখানে ফটোশ্যুটে।

4 / 5
শীত আসলেই সেজে ওঠে এই পাড়া। প্রচুর অ্যাংলো পরিবার এখনও এখানে থাকে। বো ব্যারাকে এখনও ধরা পড়ে সেই কলোনিয়াল চিত্র। প্রি ওয়েডিং কিন্তু এখানে সারতেই পারেন।

শীত আসলেই সেজে ওঠে এই পাড়া। প্রচুর অ্যাংলো পরিবার এখনও এখানে থাকে। বো ব্যারাকে এখনও ধরা পড়ে সেই কলোনিয়াল চিত্র। প্রি ওয়েডিং কিন্তু এখানে সারতেই পারেন।

5 / 5
ভিক্টোরিয়া, ময়দান হেঁটে জন্ম হয় কত শত প্রেম কাহিনির। আর তাই জীবনের রূপকথা তৈরির সময়ও অবশ্যই বাছতে পারেন ময়দান। ট্রামলাইন আর গাছের যুগলবন্দিতে দারুণ ছবি ওঠে এখানে।

ভিক্টোরিয়া, ময়দান হেঁটে জন্ম হয় কত শত প্রেম কাহিনির। আর তাই জীবনের রূপকথা তৈরির সময়ও অবশ্যই বাছতে পারেন ময়দান। ট্রামলাইন আর গাছের যুগলবন্দিতে দারুণ ছবি ওঠে এখানে।

Next Photo Gallery