
হাজার হাজার টাকার নতুন মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তবে জেনে রাখা ভাল, এই কয়েক হাজার টাকা দিয়ে কেনা নতুন স্মার্টফোনের সঙ্গে খেলার আনন্দ কয়েক সপ্তাহ, না হয় কয়েক মাসের মধ্যেই হ্রাস পেতে শুরু হবে।

কিন্তু একই বাজেটের মধ্যে যদি বিদেশে যাওয়ার ইচ্ছে পূরণ হয়ে যায়?সস্তায় বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা যে মণিকোঠায় চিরস্থায়ী জায়গা করে নেবে, তা বলার অপেক্ষা রাখে না। ৪০ হাজারের কম টাকায় ভারতের বাইরের মনোমুগ্ধকর দুনিয়ায় পা রাখতে পারেন।

থাইল্যান্ড: বিশ্বের সেরা বিদেশ ভ্রমণের গন্তব্যগুলির মধ্যে একটি। সুন্দর নীল সমুদ্র, বৌদ্ধ মঠ ও হিন্দু মন্দিরের পাশাপাশি মনোরম পরিবেশের সমৃদ্ধ এই দেশের ফ্লাইট টিকিটের দাম মাত্র ১৫,০০০ থেকে ২০,০০০টাকার মধ্য়। এছাড়া বাজেটের মধ্যে যদি থাইল্যান্ড ভ্রমণ করতে চান, তাহলেও আপনার পকেট থেকে খসবে মাত্র ৩০,০০০টাকা (৫দিনের জন্য)।

শ্রীলঙ্কা: ভারত থেকে সবচেয়ে সস্তায় আন্তর্জাতিক ভ্রমণগুলির মধ্যে অন্যতম। সেরা ব্যাকপ্যাকিং বা বাজেটের বিদেশ ভ্রমণের তালিকায় থাকা শ্রীলঙ্কার বিমান খরচও বেশ কম। দিল্লি থেকে শ্রীলঙ্কার বিমানের খরচ মাত্র ২০ হাজার টাকা।

সিঙ্গাপুর: ব্যয়বহুল দেশ হলেও বাজেটের মধ্যেইআপনি এই সুন্দর দেশটিকে ঘুরে দেখতে পারবেন। সুন্দর ট্রাভেল প্ল্যান মেনে চললে ৪০ হাজারেরও কম টাকাতেও ঘুরে আসা সম্ভব। ভারত থেকে সিঙ্গাপুর ফ্লাইটের খরচ পড়বে ২২,০০০ থেকে ২৫, ০০০টাকার মধ্যে।

সেশেলস: বিশ্বের অন্যতম সুন্দর ও স্বর্গীয় সমুদ্র সৈকতের দেশ হল সেশেলস। কম বাজেটের মধ্যেই বিদেশে ভ্রমণের প্ল্যান করলে আফ্রিকান এই নীল সাগরের দেশে। ভারত থেকে রাউন্ড ট্রিপে ফ্লাইটের দাম মাত্র ৩৬,০০০টাকা।

ভুটান: বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে ভুটান অন্যতম। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই দেশটি ভারত থেকে সবচেয়ে কাছেই অবস্থিত। প্রতিবেশী দেশটি ভারতের অন্যতম সেরা আন্তর্জাতিক গন্তব্যগুলির মধ্যে একটি। সীমান্তে সবচেয়ে কাছে বিমানবন্দর বাগডোগরা থেকে একটি বাসে মাত্র ৫ ঘণ্টার রাস্তা।