TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jul 11, 2021 | 6:29 PM
Bollywood actor: বিগত এক বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তাঁকে নিয়ে বিস্তর কাঁটা ছেড়া, আলোচনা-সমালোচনা... অথচ ছোটবেলাটা এরকম ছিল না। বাবা-মা ছিল। ছিল স্নেহ ভালবাসা। ইনস্টাগ্রামে এক বার লিখেছিলেন, মা তুমি আমায় হাঁটতে শেখাচ্ছিলে অথচ আমি উড়তে শিখে গেলাম। এই ছবিটি সেই অভিনেত্রীর ছোটবেলার ছবি। চিনতে পারছেন কে?
আরও একটু ধরিয়ে দেওয়া যাক। তাঁর বাবা ছিলেন সেনাবাহিনীতে। অভিনেত্রীর পরিবার বাঙালি। বাঁকুড়ায় আদিনিবাস। তবে বাবা ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হওয়ায় ছোটবেলাটা বিভিন্ন জায়গায় কেটেছে।
আপাতত তাঁর ঠিকানা মুম্বই। গত এক বছর ধরে ঝড় বয়ে গিয়েছে তাঁর এবং তাঁর পরিবারের উপর দিয়ে। নেটিজেনদের আতসকাচে হয়ে গিয়েছেন ভিলেন। কেই আখ্যা দিয়েছেন ডাইনি। আবার কেউ বা বলেছেন তিনি নাকি কালা জাদু জানেন।
আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। চেষ্টা করছেন মূল স্রোতে ফেরার। কিন্তু সেখানেই ট্রোলিং। খারাপ মন্তব্য থেকে শুরু করে তাঁর চরিত্র নিয়ে নানা মন্তব্য। তিনি যদিও হার মানছেন না। প্রযোজকদের কাছে যাচ্ছেন। নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছেন।
শোনা যাচ্ছে, বিগ-বসের পরবর্তী সিজনে দেখা যাবে তাঁকে। তিনি যদিও এ ব্যাপারে মুখ খোলেননি। আগামী প্রজেক্ট নিয়েও কিছু বলতে হসনা যায়নি তাঁকে। নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন তিনি। চিনতে পারছেন তাঁকে?
তিনি বাঙালি কন্যে রিয়া চক্রবর্তী। ছোটবেলা ছিল অনেক বেশি সহজ-সরল। সেখানে ছিল না কটাক্ষ, ছিল না ট্রোলিং। রিয়ার দিন আবর্তিত হত বাবা-মাকে কেন্দ্র করেই। ছোটবেলার ছবিগুলি যেন সে কথাই বলছে।