Eye Problem: দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারে চোখ জ্বলছে? আরাম পান ঘরোয়া উপায়ে…
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 28, 2022 | 6:05 PM
Home Remedies: দীর্ঘক্ষণ ল্যাপটপ, মোবাইলের মতো গ্যাজেটের দিকে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে। চোখে জ্বালাভাব দেখা দেয়। আবার অনেক ক্ষেত্রে চোখে অ্যালার্জি থাকলে চোখ লাল হয়ে যাওয়া, জ্বালা করা, ব্যথা হওয়ার মতো সমস্যাও দেখা দেয়।
1 / 6
দীর্ঘক্ষণ ল্যাপটপ, মোবাইলের মতো গ্যাজেটের দিকে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে। চোখে জ্বালাভাব দেখা দেয়। আবার অনেক ক্ষেত্রে চোখে অ্যালার্জি থাকলে চোখ লাল হয়ে যাওয়া, জ্বালা করা, ব্যথা হওয়ার মতো সমস্যাও দেখা দেয়।
2 / 6
দীর্ঘক্ষণ ল্যাপটপ, মোবাইলের মতো গ্যাজেটের দিকে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে। চোখে জ্বালাভাব দেখা দেয়। আবার অনেক ক্ষেত্রে চোখে অ্যালার্জি থাকলে চোখ লাল হয়ে যাওয়া, জ্বালা করা, ব্যথা হওয়ার মতো সমস্যাও দেখা দেয়।
3 / 6
স্কিন টাইমের জন্য যদি চোখে ব্যথা বা জ্বালাভাব দেখা দেয় তাহলে গোলাপ জল ব্যবহার করতে পারেন। গোলাপ জল দিয়ে চোখে ঝাপ্টা দিন। অথবা চোখে কয়েক ফোঁটা গোলাপ জল দিতে পারেন। এতে নিমেষে আরাম পাবেন চোখের ব্যথা থেকে।
4 / 6
নানা কারণে চোখ ফুলে যায়, লাল হয়ে যায়। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে টি ব্যাগ। চা তৈরি করে অনেকেই টি ব্যাগ ফেলে দেন। এবার আর সেটা করবেন না। পরিবর্তে সেটা চোখের পাতার উপর রাখুন।
5 / 6
চোখ জ্বালা করলে তাৎক্ষণিক আরাম পেতে সবচেয়ে কার্যকর হল শসা। চোখের উপর দু' কুচি শসা রেখে দিন। এতে চোখের জ্বালাভাব কেটে যাবে নিমেষে। পাশাপাশি কমে যাবে চোখের কালশিটে ভাব।
6 / 6
অনেকেই হয়তো জানেন না আলু চোখের জন্য ভাল। চোখে জ্বালাভাবের সমস্যা থাকলে চোখের উপর দুটো আলুর টুকরো রাখুন। এতে অনেকটা আরাম পাবেন। দ্রুত কমে যাবে চোখের সমস্যা।