Electric Cars: 12 জানুয়ারি নয়ডায় Auto Expo 2023 ইভেন্টে নজর কাড়বে এই পাঁচ ইলেকট্রিক গাড়ি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 11, 2023 | 8:00 AM

5 Electric Cars: বছর দুয়েকের সাময়িক বিরতি নিয়ে আবারও 2023-এ শুরু হবে অটো এক্সপো। 2023-এর অটো এক্সপোর তালিকায় যুক্ত হয়েছে, বেশ কিছু নতুন ব্যাটারি চালিত গাড়ির। এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।

1 / 6
12 জানুয়ারি থেকে নয়ডায় অনুষ্ঠিত হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম অটোমোবাইল শো Auto Expo-2023। তবে 2020 সালে শেষ অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্টটি। বছর দুয়েকের সাময়িক বিরতি নিয়ে আবারও 2023-এ শুরু হবে অটো এক্সপো।  2023-এর অটো এক্সপোর তালিকায় যুক্ত হয়েছে, বেশ কিছু নতুন ব্যাটারি চালিত গাড়ির। এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।

12 জানুয়ারি থেকে নয়ডায় অনুষ্ঠিত হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম অটোমোবাইল শো Auto Expo-2023। তবে 2020 সালে শেষ অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্টটি। বছর দুয়েকের সাময়িক বিরতি নিয়ে আবারও 2023-এ শুরু হবে অটো এক্সপো। 2023-এর অটো এক্সপোর তালিকায় যুক্ত হয়েছে, বেশ কিছু নতুন ব্যাটারি চালিত গাড়ির। এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।

2 / 6
Hyundai Ioniq 5: দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা Hyundai চলতি বছরে বেশ কয়েকটি নতুন ব্যাটারি চালিত গাড়ি আনার পরিকল্পনা করছে। তার মধ্য়ে একটি হল ইলেকট্রিক ক্রসওভার মডেল Hyundai Ioniq 5। নির্মাতার দাবি সম্পূর্ণ  পরিপুষ্ট অবস্থায় এটি একবার চার্জে 400 কিমির বেশি দূরত্ব চলতে পারে।

Hyundai Ioniq 5: দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা Hyundai চলতি বছরে বেশ কয়েকটি নতুন ব্যাটারি চালিত গাড়ি আনার পরিকল্পনা করছে। তার মধ্য়ে একটি হল ইলেকট্রিক ক্রসওভার মডেল Hyundai Ioniq 5। নির্মাতার দাবি সম্পূর্ণ পরিপুষ্ট অবস্থায় এটি একবার চার্জে 400 কিমির বেশি দূরত্ব চলতে পারে।

3 / 6
Maruti Suzuki YY8: মারুতি সুজুকি (Maruti Suzuki) এবার টয়োটার সঙ্গে হাত মিলিয়ে ভারতে প্রথমবারের জন্য আনতে চলেছে ইলেকট্রিক এসইউভি মডেল। তাই সামনের ইভেন্টে এই গাড়িটির কনসেপ্ট YY8 প্রদর্শিত করবে তারা।

Maruti Suzuki YY8: মারুতি সুজুকি (Maruti Suzuki) এবার টয়োটার সঙ্গে হাত মিলিয়ে ভারতে প্রথমবারের জন্য আনতে চলেছে ইলেকট্রিক এসইউভি মডেল। তাই সামনের ইভেন্টে এই গাড়িটির কনসেপ্ট YY8 প্রদর্শিত করবে তারা।

4 / 6
BYD Seal: BYD সম্প্রতি তাদের ব্যাটারি চালিত এসইউভি Atto 3 ভারতে এনেছে। আর এবার নতুন বছরের জন্য তারা আনতে চলেছে তাদের ইলেকট্রিক সেডান Seal। এতে সংস্থার নিজস্ব ব্লেড ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

BYD Seal: BYD সম্প্রতি তাদের ব্যাটারি চালিত এসইউভি Atto 3 ভারতে এনেছে। আর এবার নতুন বছরের জন্য তারা আনতে চলেছে তাদের ইলেকট্রিক সেডান Seal। এতে সংস্থার নিজস্ব ব্লেড ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

5 / 6
Kia EV 9: দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা কিয়া (Kia) 2022-এর নভেম্বরে La Motor ইভেন্টে EV 9 প্রদর্শিন করেছিল। এবার Auto Expo-2023-তেও আনার পরিকল্পনা করেছে  সংস্থাটি। এতে 77.8 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে।

Kia EV 9: দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা কিয়া (Kia) 2022-এর নভেম্বরে La Motor ইভেন্টে EV 9 প্রদর্শিন করেছিল। এবার Auto Expo-2023-তেও আনার পরিকল্পনা করেছে সংস্থাটি। এতে 77.8 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে।

6 / 6
Tata Punch EV: এটি চলতি বছরের শেষেই ভারতে লঞ্চ হবে। Tata Punch EV সংস্থার তৈরি সিগমা প্লাটফর্ম এর উপর নির্মিত প্রথম গাড়ি হতে চলেছে। এই মুহূর্তে টাটার ইলেকট্রিক গাড়ির পোর্টফোলিওতে রয়েছে- Nexon EV Prime, Nexon EV Max, Tigor EV এবং সম্প্রতি লঞ্চ হওয়া Tiago EV।

Tata Punch EV: এটি চলতি বছরের শেষেই ভারতে লঞ্চ হবে। Tata Punch EV সংস্থার তৈরি সিগমা প্লাটফর্ম এর উপর নির্মিত প্রথম গাড়ি হতে চলেছে। এই মুহূর্তে টাটার ইলেকট্রিক গাড়ির পোর্টফোলিওতে রয়েছে- Nexon EV Prime, Nexon EV Max, Tigor EV এবং সম্প্রতি লঞ্চ হওয়া Tiago EV।

Next Photo Gallery