বিরাট কোহলি - বিরাট কোহলি এ বারের আইপিএলে সেই অর্থে ভালো পারফর্ম করতে পারেননি। পুরো টুর্নামেন্ট দেখলে এ বারের আইপিএলে মোট ১৬টি ম্যাচে খেলে ৩৪১ রান করেছেন কোহলি। যার মধ্যে রয়েছে ২টি হাফসেঞ্চুরি।
রোহিত শর্মা - আইপিএলের সব থেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্স এ বার সেই অর্থে নজর কাড়া হয়নি। লিগ টেবলের সব থেকে শেষে, ১০ নম্বরে থেকে এ বারের আইপিএল যাত্রা শেষ করেছে মুম্বই। এই মরসুমে তিনি ১৪টি ম্যাচে মোট ২৬৮ রান করেছেন।
রবীন্দ্র জাডেজা - আইপিএল-২০২২ শুরু হওয়ার আগে রবীন্দ্র জাডেজাকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করা হয়েছিল। তবে টুর্নামেন্টের মাঝপথে ক্যাপ্টেন্সি ছেড়ে দেন জাড্ডু। এরপর চোট পেয়ে মাঝপথে ক্যাপ্টেন্সি ছেড়ে দেন তিনি। এ বারের আইপিএলের ১০টি ম্যাচে তিনি ৫ টি উইকেট নেওয়ার পাশাপাশি করেন ১১৬ রান।
ভেঙ্কটেশ আইয়ার - গত মরসুমে নাইটদের সেরা আবিষ্কার ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁকে আইপিএল-২০২২ এর আগে রিটেইন করে রেখেছিল কেকেআর। তবে এ বারের আইপিএলটা ভেঙ্কির জন্য সেই অর্থে ভালো কাটেনি। ১২টি ম্যাচে খেলে তিনি করেছেন মাত্র ১৮২ রান। এবং পেয়েছেন মাত্র ১ টি উইকেট।
অজিঙ্ক রাহানে - হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএলের মাঝপথ থেকে বিদায় নিতে হয় কেকেআরের ওপেনার ব্যাটার অজিঙ্ক রাহানেকে। আইপিএল-২০২২ এর নিলামে প্রথমে দল না পেলেও পরে ১ কোটি দিয়ে কেকেআর নেয় রাহানেকে। তবে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে সদ্য শেষ হওয়া আইপিএলের ৭টি ম্যাচে খেলে ১৪৪ রান করেছেন রাহানে।