Cricket-Bollywood: সিনেমা-ক্রিকেটের মেলবন্ধন, পথ দেখিয়েছিলেন বাংলার ‘ডিম্পল কুইন’
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jul 18, 2022 | 10:00 AM
এককালের ক্রিকেট প্রশাসক আর বিশ্বসুন্দরীর প্রেম এখন চর্চার তুঙ্গে। ক্রিকেটের সঙ্গে বলিউডের যোগ বেশ পুরনো। এ দেশে ক্রিকেট ধর্ম হিসেবে গণ্য করা হয়। আর আরব সাগর পাড়ের ঝাঁ চকচকে রহস্যময় দুনিয়ায় উঁকিঝুঁকি দেওয়ার প্রবণতা আজকের নয়। গ্ল্যামার, খ্যাতি মিশেলে ক্রিকেট-বলিউডের কাছাকাছি আসা। ছয়ের দশক থেকে চলে আসছে এই রীতি।
1 / 10
এককালের ক্রিকেট প্রশাসক আর বিশ্বসুন্দরীর প্রেম এখন চর্চার তুঙ্গে। ক্রিকেটের সঙ্গে বলিউডের যোগ বেশ পুরনো। এ দেশে ক্রিকেট ধর্ম হিসেবে গণ্য করা হয়। আর আরব সাগর পাড়ের ঝাঁ চকচকে রহস্যময় দুনিয়ায় উঁকিঝুঁকি দেওয়ার প্রবণতা আজকের নয়। গ্ল্যামার, খ্যাতি মিশেলে ক্রিকেট-বলিউডের কাছাকাছি আসা। ছয়ের দশক থেকে চলে আসছে এই রীতি। (ছবি: ইনস্টাগ্রাম)
2 / 10
শর্মিলা ঠাকুর-টাইগার পতৌদি: বলিউড ও ক্রিকেটের রেট্রো জুটি। টোল পড়া বাঙালি কন্যের প্রেমে মজেছিলেন মনসুর আলি খান পতৌদি। বলিউড সম্পর্কে তেমন ধারণা ছিল না পতৌদির। ১৯৬৫ সালে বন্ধুর মাধ্যমে আলাপ। তবে শর্মিলার মন পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। ফ্রিজ উপহার (তখনকার দিনে ভীষণ দামি উপহার) দিয়েছিলেন। কাজ হয়নি। (ছবি: ইনস্টাগ্রাম)
3 / 10
চারবছর পর টাইগারের প্রস্তাবে সম্মতি দেন শর্মিলা। ১৯৬৯ সালে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। শর্মিলা হয়ে যান আয়েশা সুলতানা। শর্মিলা প্রথম বলিউড অভিনেত্রী যিনি ক্রিকেটারের সঙ্গে গাটছঁড়া বাঁধেন। (ছবি: ইনস্টাগ্রাম)
4 / 10
হরভজন সিং এবং গীতা বসরা: ওহ অজনবি। গানের ভিডিওর মিষ্টি মেয়েটিকে দেখেই বন্ধুকে হরভজন বলে বসেছিলেন, "শোন, এই মেয়েটির সঙ্গে দেখা করতে চাই।" বলিউডের কিছু কিছু লোকজনের সঙ্গে পরিচিতি ছিল। তাঁদেরকেই বললেন, "ইসসে মিলাও ইয়ার, কৌন হ্যায় ইয়ে?" ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ের পর নম্বর জোগাড় করে অভিনেত্রী গীতা বসরাকে মেসেজ করেন। তিন-চার দিন পর উত্তর আসে। (ছবি: ইনস্টাগ্রাম)
5 / 10
২০০৮ সালের আইপিএলের সময় দু'জনের প্রথম দেখা। আটবছর ধরে সম্পর্কে চড়াই-উতরাই দেখা পর ২০১৫ সালে বিয়ে। ব্রিটেন-জাত পাঞ্জাবি মেয়ে গীতা বর্তমানে ভাজ্জির দুই সন্তানের মা। (ছবি: ইনস্টাগ্রাম)
6 / 10
যুবরাজ সিং এবং হ্যাজেল কিচ: কিম শর্মা, দীপিকা পাডুকোন, প্রীতি জিন্টা- বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে যুবরাজের সম্পর্কের কথা শোনা যায়। তবে শেষমেশ সাতপাকে ঘোরেন ব্রিটিশ মডেল হ্যাজেল কিচের সঙ্গে। বিগ বস, বডিগার্ড সিনেমা খ্যাত হ্যাজেলকে পটাতে বিস্তর চেষ্টা করেন যুবি। তিনবছরের চেষ্টার পর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সুন্দরীর মন জয় করেন। (ছবি: ইনস্টাগ্রাম)
7 / 10
হ্যাজেলের 'হ্যাঁ' মিলতেই বিয়েতে দেরী করেননি জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। ২০১৫ সালে বিয়ের পর সদ্য এক সন্তানের বাবা-মা হয়েছেন যুবরাজ-হ্যাজেল। (ছবি: ইনস্টাগ্রাম)
8 / 10
জাহির খান ও সাগরিকা ঘাটগে: এই প্রেমে যতটা না ক্রিকেট জড়িত তার চেয়ে বেশি অবদান হকির। 'চক দে ইন্ডিয়া' সিনেমায় একজন ক্রিকেটারের সঙ্গে প্রেম করতে দেখা গিয়েছিল সাগরিকাকে। বাস্তব জীবনেও ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক এবং বিয়ে। (ছবি: ইনস্টাগ্রাম)
9 / 10
সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন বহুদিন। জাহির খান ও সাগরিকা ঘাটগে-কে একসঙ্গে প্রথম দেখা যায় যুবরাজ সিংয়ের রিসেপশনে। (ছবি: ইনস্টাগ্রাম)
10 / 10
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা: দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলর এবং শাহরুখ খানের নায়িকার দেখা হল ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। আলাপ, প্রেমের পর ২০১৬ সালে হঠাৎই বিচ্ছেদ। ভাঙা সম্পর্কে জোড়া লাগার পর বেশি দেরী করেননি। ইতালিতে গিয়ে সাতপাকে বাঁধা পড়েন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। (ছবি: ইনস্টাগ্রাম)