
সন্দেশ ঝিঙ্গান, বেঙ্গালুরু এফসি-র সেন্ট্রাল ডিফেন্ডার:কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগান হয়ে বর্তমানে বেঙ্গালুরু এফসি-র সদস্য এই তারকা ডিফেন্ডার। ভারতীয় দলের হয়ে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স বেশ ভালো। তারকাখচিত বেঙ্গালুরু দলে আলাদাভাবে নজর কাড়তে প্রস্তুত সন্দেশ।

লক্ষ্মীকান্ত কাট্টিমণি, হায়দরাবাদ এফসি-র গোলকিপার: গত মরসুমে অসাধারণ ফর্মে ছিলেন। ফাইনালে টাইব্রেকারে তিনটি পেনাল্টি শুট বাঁচিয়ে খেতাব জয়ের নায়ক হয়ে যান এই গোলরক্ষক। সারা টুর্নামেন্টে ৬১টি সেভ করেন। ৩৩ বছর বয়সী লক্ষ্মীকান্ত কাট্টিমণি যে এবারও হায়দরাবাদের হয়ে খেলবেন, এতে আশ্চর্য কীসের?

আবদুল সামাদ, কেরালা ব্লাস্টার্সের অ্যাটাকিং মিডফিল্ডার: মালয়ালি মিডফিল্ডারকে নিয়ে অগাধ আশা কেরলের দলটির। দূরপাল্লার শটে গোল করার ক্ষেত্রে বিষেশজ্ঞ হয়ে উঠেছেন। গত মরসুমের পর এবারও আইএসএলে উঠতে পারে সামাদ ঝড়।

আশিক কুরুনিয়ান, এটিকে মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডার: বেঙ্গালুরু এফসি থেকে সোজা কলকাতার দলে। আইএসএলে বেশ অভিজ্ঞ আশিকের ভারতীয় দলের হয়ে পারফরম্যান্স বেশ ভালো। এবারও ভালো কিছুর আশায় তাঁর দিকে চেয়ে সমর্থকরা।

লিস্টন কোলাসো, এটিকে মোহনবাগানের ফরোয়ার্ড: এটিকে মোহনবাগানের হয়ে গত মরসুমে আটটি গোল করেছিলেন। সুনীল ছেত্রী ছাড়া এক মরসুমে এতগুলি গোল করার নজির আর কারও নেই। সাম্প্রতিক পারফরম্যান্স সামান্য পড়তির দিকে হলেও সবুজ-মেরুন শিবিরের নয়নের মণি শীঘ্রই ঘুরে দাঁড়াবেন বলে আশা।