
নতুন বছরের লভ হরস্কোপ অনুযায়ী প্রেম আসতে চলেছে বৃষদের জীবনে। এপ্রিল মাসের পর তাঁরা সুখবর পাবেন। প্রেম মাখো মাখো হবে জুলাই থেকে। লতারপর আর পিছন ফিরে তাকানোর সুযোগও থাকবে না।

চন্দ্র থাকবে তুঙ্গে। আর তাই কর্কটের জাতকদের পরের বছর জুড়ে শুধুই ভালবাসা। এমন একজন মানুষের সঙ্গে আপনার দেখা হবে যিনি আপনার জন্য সেরা। হয়তো তিনিই এককালে ছিলেন আপনার ক্রাশ।

এই প্রথম পাকাপোক্ত প্রেমে পড়বেন কন্যা রাশির জাতকরা। এতদিন তাদের কোনও প্রেমই স্থায়ী হয়নি। কিন্তু এবার এই প্রেম পাবে পূর্ণতা। বলা ভাল সফল প্রেম হবে এবছরই।

বৃশ্চিক রাশির জাতকরা বরাবরই একটু আবেগপ্রবণ। যে কারণে একবার প্রেম ভাঙলে এঁরা যে কষ্ট পান তারপর সহজে আর প্রেম করতে চান না। কাউকে মনে ধরলেও তা সাহস করে বলতে পারেন না। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে প্রেম আসবে বৃশ্চিকদের জীবনে।

ধনুরা নতুন বছরে ভাসবে রোম্যান্সে। এপ্রিলের পর থেকে জীবনে প্রেম আসতে শুরু করবে। জুলাই মাসে গিয়ে তা পূর্ণতা পাবে। আর এর পরই রোম্যান্সের তুঙ্গে থাকবে এই রাশির জাতকরা।