Love horoscope: নতুন বছরে প্রেমে পড়তে চলেছে যে ৫ রাশি
Love: বিদায়ের পথে ২০২১। আর মাত্র কয়েকদিন পরই শুরু নতুন বছর। দেখতে দেখতেই কেটে গেল ২০২১। পাওয়া-না পাওয়ার অনেক হিসেব তো থেকেই গেল। কেউ যেমন এবছর অনেক কিছু পেয়েছেন তেমনই এ বছরে অনেকে আবার অনেক কিছু হারিয়েছেনও। কেউ হারিয়েছেন প্রিয় মানুষকে, আবার কারোপ একদম শেষ পর্যায়ে এসেও পূরণ হয়নি মনোবাঞ্ছা। কোভিডের প্রকোপ থেকে এবারও আমরা মুক্ত হতে পারিনি। বছর শেষেই আবার ওমিক্রনের হানা। তবে এবছর প্রচুর মানুষ সাত পাকে বাঁধা পড়েছেন। আবার কেউ কেউ প্রতীক্ষায় মনের মানুষের। ভাল-মন্দ মিশিয়েই আমাদের জীবন। নতুন প্রেমের প্রতীক্ষায় আপনিও? দেখে নিন নতুন বছরে প্রেমে পড়তে চলেছেন কোন কোন রাশি