IPL 2022: আসন্ন আইপিএলে দেখা যাবে না যে পাঁচ বিদেশি ক্রিকেটারকে, দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 19, 2022 | 4:36 PM

ভারতীয় ক্রিকেটের কোটিপতি লিগের অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। ২৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ধোনির চেন্নাই ও শ্রেয়সের কলকাতা। তবে এ বারের আইপিএলে (IPL) বেশ কয়েকজন প্লেয়ারকে দেখা যাবে না। ছবিতে দেখুন যে ৫ বিদেশি ক্রিকেটারকে আইপিএল-১৫-তে দেখা যাবে না।

1 / 5
এবি ডে ভিলিয়ার্স - প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্সকে (AB de Villiers) আসন্ন আইপিএলে আর দেখা যাবে না। গত মরসুমের শেষেই তিনি জানিয়েছিলেন তিনি আর আইপিএলে খেলবেন না। এবিডি দিল্লির হয়ে তিনটি মরসুম আইপিএল খেলেছেন এবং তার পরে তিনি ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। তিনি আইপিএলের অন্যতম সফল প্লেয়ার।

এবি ডে ভিলিয়ার্স - প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্সকে (AB de Villiers) আসন্ন আইপিএলে আর দেখা যাবে না। গত মরসুমের শেষেই তিনি জানিয়েছিলেন তিনি আর আইপিএলে খেলবেন না। এবিডি দিল্লির হয়ে তিনটি মরসুম আইপিএল খেলেছেন এবং তার পরে তিনি ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। তিনি আইপিএলের অন্যতম সফল প্লেয়ার।

2 / 5
ক্রিস গেইল - গত মরসুমে ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayle) খেলেছিলেন পঞ্জাব কিংসের হয়ে। আইপিএল-১৪ টা মোটেই ভালো কাটেনি গেইলের। ১০ টি ম্যাচ খেলে করেছিলেন মাত্র ১৯৩ রান। এ বারের আইপিএলে দেখতে পাওয়া যাবে না ইউনিভার্স বসকে। এ বারের মেগা নিলামে নামও নথিভুক্ত করাননি গেইল।

ক্রিস গেইল - গত মরসুমে ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayle) খেলেছিলেন পঞ্জাব কিংসের হয়ে। আইপিএল-১৪ টা মোটেই ভালো কাটেনি গেইলের। ১০ টি ম্যাচ খেলে করেছিলেন মাত্র ১৯৩ রান। এ বারের আইপিএলে দেখতে পাওয়া যাবে না ইউনিভার্স বসকে। এ বারের মেগা নিলামে নামও নথিভুক্ত করাননি গেইল।

3 / 5
বেন স্টোকস - এ বারের আইপিএলের নিলামে নামই নথিভুক্ত করাননি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। জানা গিয়েছে চোট ভুগতে থাকা ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে তাল মিলিয়ে চলা স্টোকস নিজের টেস্ট কেরিয়ারে ফোকাস করতে চান। গত মরসুমে দেশের মাটিতে হওয়া প্রথম পর্বে রাজস্থান রয়্যালসের হয়ে কয়েকটা ম্যাচে খেলেই চোট পান তিনি। তাই আর দ্বিতীয় পর্বে খেলতে দেখা যায়নি তাঁকে।

বেন স্টোকস - এ বারের আইপিএলের নিলামে নামই নথিভুক্ত করাননি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। জানা গিয়েছে চোট ভুগতে থাকা ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে তাল মিলিয়ে চলা স্টোকস নিজের টেস্ট কেরিয়ারে ফোকাস করতে চান। গত মরসুমে দেশের মাটিতে হওয়া প্রথম পর্বে রাজস্থান রয়্যালসের হয়ে কয়েকটা ম্যাচে খেলেই চোট পান তিনি। তাই আর দ্বিতীয় পর্বে খেলতে দেখা যায়নি তাঁকে।

4 / 5
জোফ্রা আর্চার - এ বারের আইপিএলের মেগা নিলাম থেকে রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্স ৮ কোটি টাকা দিয়ে কিনেছে জোফ্রা আর্চারকে (Jofra Archer)। কিন্তু চোটের কারণে আসন্ন আইপিএলে খেলতে পারবেন না আর্চার।

জোফ্রা আর্চার - এ বারের আইপিএলের মেগা নিলাম থেকে রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্স ৮ কোটি টাকা দিয়ে কিনেছে জোফ্রা আর্চারকে (Jofra Archer)। কিন্তু চোটের কারণে আসন্ন আইপিএলে খেলতে পারবেন না আর্চার।

5 / 5
জেসন রয় - ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়কে (Jason Roy) এ বারের নিলাম থেকে কিনেছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। হার্দিক পান্ডিয়ার টিমের অন্যতম ভরসা হতে পারতেন তিনি। কিন্তু রয়ের সার্ভিস পাচ্ছে না আইপিএলের নতুন টিম গুজরাত। বাবলক্লান্তির জন্য এ বারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন এই বিদেশি ক্রিকেটার।

জেসন রয় - ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়কে (Jason Roy) এ বারের নিলাম থেকে কিনেছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। হার্দিক পান্ডিয়ার টিমের অন্যতম ভরসা হতে পারতেন তিনি। কিন্তু রয়ের সার্ভিস পাচ্ছে না আইপিএলের নতুন টিম গুজরাত। বাবলক্লান্তির জন্য এ বারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন এই বিদেশি ক্রিকেটার।

Next Photo Gallery