Lata Mangeshkar: সাদা শাড়ি ও হিরের গয়না কেন পছন্দ, অকপটে জানিয়েছিলেন সুরের রাণী

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Feb 06, 2022 | 6:44 PM

তবে শুধু কণ্ঠের যত্নই নয়, শরীর ও ফ্যাশনের প্রতিও তাঁর ছিল শৌখিন দৃষ্টি। তাঁর সাধারণ সাজের মধ্যেও ছিল একটা মাধুর্য। বিনুনি করা চুল, কপালে লাল টিপ, সাদা শাড়ি।

1 / 7
যেখানে যান না কেন, সে গান রেকর্ডিংই বলুন, বা কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানই হোক, সর্বদা তাঁকে সাদা শাড়িতেই দেখা যেত। এমনকি বাড়িতে গেলেও অনুরাগী বা পরিবারের সদস্য কিংবা সঙ্গীতজগতের বিশিষ্ট শিল্পীরা পর্যন্ত, তাঁকে কখনও রঙিন শাড়িতে দেখেননি।

যেখানে যান না কেন, সে গান রেকর্ডিংই বলুন, বা কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানই হোক, সর্বদা তাঁকে সাদা শাড়িতেই দেখা যেত। এমনকি বাড়িতে গেলেও অনুরাগী বা পরিবারের সদস্য কিংবা সঙ্গীতজগতের বিশিষ্ট শিল্পীরা পর্যন্ত, তাঁকে কখনও রঙিন শাড়িতে দেখেননি।

2 / 7
৯২ বছর বয়সে সুরলোকে কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। দেশের অন্যতম জাতীয় রত্ন ও আইকন ছিলেন তিনি। তাঁর কেরিয়ারের ৮০ বছরের মধ্যে এক হাজারেও বেশি হিন্দি ছবিতে গান রেকর্ড করেছিলেন লতাজি।

৯২ বছর বয়সে সুরলোকে কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। দেশের অন্যতম জাতীয় রত্ন ও আইকন ছিলেন তিনি। তাঁর কেরিয়ারের ৮০ বছরের মধ্যে এক হাজারেও বেশি হিন্দি ছবিতে গান রেকর্ড করেছিলেন লতাজি।

3 / 7
 দেশের প্রায় প্রতিটি ভাষাতেই তিনি কন্ঠ দিয়েছিলেন। মধুবালা থেকে প্রীতি জিন্টা পর্যন্ত, প্লেব্যাক থেকে ধ্রুপদী, সবেতেই তাঁর অবাধ বিচরণ। তবে শুধু কণ্ঠের যত্নই নয়, শরীর ও ফ্যাশনের প্রতিও তাঁর ছিল সৌখিন দৃষ্টি। তাঁর সাধারণ সাজের মধ্যেও ছিল একটা মাধুর্য। বিনুনি করা চুল, কপালে লাল টিপ, সাদা শাড়ি। লাইভ পারফর্ম্যান্সের সময় তিনি রঙিন পাড়ের সাদা শাড়ি পরতে বেশি পছন্দ করতেন।

দেশের প্রায় প্রতিটি ভাষাতেই তিনি কন্ঠ দিয়েছিলেন। মধুবালা থেকে প্রীতি জিন্টা পর্যন্ত, প্লেব্যাক থেকে ধ্রুপদী, সবেতেই তাঁর অবাধ বিচরণ। তবে শুধু কণ্ঠের যত্নই নয়, শরীর ও ফ্যাশনের প্রতিও তাঁর ছিল সৌখিন দৃষ্টি। তাঁর সাধারণ সাজের মধ্যেও ছিল একটা মাধুর্য। বিনুনি করা চুল, কপালে লাল টিপ, সাদা শাড়ি। লাইভ পারফর্ম্যান্সের সময় তিনি রঙিন পাড়ের সাদা শাড়ি পরতে বেশি পছন্দ করতেন।

4 / 7
তাঁতের শাড়ি ও হীরা ছিল তাঁর প্রিয়। লতা মঙ্গেশকরের প্রিয় রঙ হল সাদা। কোনওদিন মেকআপ করেননি। গায়ের উজ্জ্বল রঙেই যে বিশুদ্ধতার প্রতীক হয়ে বিরাজ করতেন। মৃদুভাষী কিংবদন্তীর কানে এক জোড়া ঝলমলে হীরের কানের দুল সবসময় থাকত।

তাঁতের শাড়ি ও হীরা ছিল তাঁর প্রিয়। লতা মঙ্গেশকরের প্রিয় রঙ হল সাদা। কোনওদিন মেকআপ করেননি। গায়ের উজ্জ্বল রঙেই যে বিশুদ্ধতার প্রতীক হয়ে বিরাজ করতেন। মৃদুভাষী কিংবদন্তীর কানে এক জোড়া ঝলমলে হীরের কানের দুল সবসময় থাকত।

5 / 7
খ্যাতি ও সম্পদের মধ্যে তাঁর একটিই বিলাসীর জায়গা ছিল। শাড়ি ও হীরের অলঙ্কারের। তবে সেইসব কিন্তু কখনও সঙ্গীত সাধনায় জায়গা দখল করেনি।

খ্যাতি ও সম্পদের মধ্যে তাঁর একটিই বিলাসীর জায়গা ছিল। শাড়ি ও হীরের অলঙ্কারের। তবে সেইসব কিন্তু কখনও সঙ্গীত সাধনায় জায়গা দখল করেনি।

6 / 7
একবার এক সাংবাদিককে বলেছিলেন, আমার প্রথম আয়ে প্রথমবার আমার মায়ের জন্য সোনার গয়না কিনেছিলাম। নিজের জন্য একটি বিশেষ ডিজাইন করা হিরে ও রুনির আংটি কিনেছিলাম। যার উপর লেখা ছিল এলএম (LM)।  সেই আংটিটা এখনও আমার কাছে আছে। এটি আমার সবচেয়ে মূল্যবান সম্পদগুলির মধ্যে একটি।

একবার এক সাংবাদিককে বলেছিলেন, আমার প্রথম আয়ে প্রথমবার আমার মায়ের জন্য সোনার গয়না কিনেছিলাম। নিজের জন্য একটি বিশেষ ডিজাইন করা হিরে ও রুনির আংটি কিনেছিলাম। যার উপর লেখা ছিল এলএম (LM)। সেই আংটিটা এখনও আমার কাছে আছে। এটি আমার সবচেয়ে মূল্যবান সম্পদগুলির মধ্যে একটি।

7 / 7
১৯৪৭ সালে তিনি এই হিরের আংটিটি ৭০০টাকা খরচ করে কিনেছিলেন। তাঁতের শাড়ির সঙ্গে সঙ্গে হিরের গয়নার প্রতি তাঁর ছিল অত্যন্ত প্রিয়। সুরের রাণীর ড্রেসিং সেন্স ছিল বেশ সৌখিন ও বুদ্ধিদীপ্ত। হীরা ও সাদা রঙ ছিল তাঁর সবচেয়ে বেশি পছন্দের।

১৯৪৭ সালে তিনি এই হিরের আংটিটি ৭০০টাকা খরচ করে কিনেছিলেন। তাঁতের শাড়ির সঙ্গে সঙ্গে হিরের গয়নার প্রতি তাঁর ছিল অত্যন্ত প্রিয়। সুরের রাণীর ড্রেসিং সেন্স ছিল বেশ সৌখিন ও বুদ্ধিদীপ্ত। হীরা ও সাদা রঙ ছিল তাঁর সবচেয়ে বেশি পছন্দের।

Next Photo Gallery
Lung Cancer: ফুসফুসে ক্যানসারের সম্ভাবনা এই লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন…
Valentine’s Week 2022: লাল গোলাপ হাতে নিয়ে তৈরি ভালবাসার প্রকাশ করতে? তার আগে জেনে নিন এর ইতিহাস