Rural Tourism: বিশ্বে বাড়ছে রুরাল ট্যুরিজমের চাহিদা! ঘুরে আসুন ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 06, 2022 | 5:25 PM

Village Life Experience: শুধু গ্রাম্য পরিবেশই নয়, এই পর্যটনের সঙ্গে যুক্ত রয়েছে হাইকিং বা ক্যাম্পিং। মেট্রো শহরের ব্যস্ততা থেকে বিরতি পেতে, নিজেকে নিজের মধ্যে ফের একবার খুঁজে পেতে , সবুজ উপত্যকার মধ্যে মেলে ধরার যে শান্তিপূর্ণ ঘ্রাণ, তা সারা জীবনের একটি চিরন্তন অভিজ্ঞতা হয়ে থাকবে।

1 / 8
দূর-দূরান্ত যেদিকে চোখ যায়, সেদিকে শুধুই সবুজ আর সবুজ।  এমন দৃশ্য শহুরেদের কাছে স্বপ্ন। শীতের সকালে শিশিরভেজা সবুজ নরম ঘাসের জঙ্গলে খালি পায়ে হেঁটে চলা থেকে শুরু করে মিঠে রোদে পাহাড়ের কোল ঘেঁষে থাকা ছোট্ট গ্রামের নৈসর্গিক দৃশ্য , এখন সবই ট্যুরিজমের মূল হাতিয়ার।

দূর-দূরান্ত যেদিকে চোখ যায়, সেদিকে শুধুই সবুজ আর সবুজ। এমন দৃশ্য শহুরেদের কাছে স্বপ্ন। শীতের সকালে শিশিরভেজা সবুজ নরম ঘাসের জঙ্গলে খালি পায়ে হেঁটে চলা থেকে শুরু করে মিঠে রোদে পাহাড়ের কোল ঘেঁষে থাকা ছোট্ট গ্রামের নৈসর্গিক দৃশ্য , এখন সবই ট্যুরিজমের মূল হাতিয়ার।

2 / 8
দেশে বাড়ছে গ্রামীণ পর্যটন ব্যবস্থার চাহিদা। সবুজকে সাথী করে পর্যটনের অঙ্গ গড়ে গ্রামীন পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শহরের ব্যস্ততাকে দূরে ফেলে শান্তিতে, নিরিবিলি আর প্রকৃতির মাঝে থাকতে এখন সকলেই প্রত্যন্ত গ্রামগুলিতে থাকতে পছন্দ করছেন।

দেশে বাড়ছে গ্রামীণ পর্যটন ব্যবস্থার চাহিদা। সবুজকে সাথী করে পর্যটনের অঙ্গ গড়ে গ্রামীন পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শহরের ব্যস্ততাকে দূরে ফেলে শান্তিতে, নিরিবিলি আর প্রকৃতির মাঝে থাকতে এখন সকলেই প্রত্যন্ত গ্রামগুলিতে থাকতে পছন্দ করছেন।

3 / 8
পাহাড়, মরুভূমি, সমতল কিংবা জঙ্গল, যেখানেই গ্রাম্যভাব, ইকোট্যুরিজ্যমের সুবিধা রয়েছে, সেগুলিই সুন্দর করে সাজিয়ে পর্যটনের সব সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। শুধু দেশেই নয়, এই রুরাল ট্যুরিজমের দিকে বিশেষ আগ্রহ রয়েছে বিদেশি পর্যটকরদের।

পাহাড়, মরুভূমি, সমতল কিংবা জঙ্গল, যেখানেই গ্রাম্যভাব, ইকোট্যুরিজ্যমের সুবিধা রয়েছে, সেগুলিই সুন্দর করে সাজিয়ে পর্যটনের সব সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। শুধু দেশেই নয়, এই রুরাল ট্যুরিজমের দিকে বিশেষ আগ্রহ রয়েছে বিদেশি পর্যটকরদের।

4 / 8
 মাওলিনং, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন একটি গ্রাম। মেঘালয়ের প্রত্যন্ত গ্রামগুলির মধ্যে মাওলিং অন্যতম। পবিত্র গ্রোভ নামে পরিচিত এখানে জীবন্ত রুট ব্রিজগুলি চোখের সামনে দেখাটাই বিরাট প্রাপ্তির। প্রায় হাজার বছরের পুরনো ব্রিজ বেষ্টিত মাওলিনং সবচেয়ে জনপ্রিয় একটি রুরাল ট্যুরিজম সাইটে পরিণত হয়েছে। ঈশ্বরের নিজস্ব উদ্যান নামেও ডাকা হয় এই গ্রামটিকে।

মাওলিনং, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন একটি গ্রাম। মেঘালয়ের প্রত্যন্ত গ্রামগুলির মধ্যে মাওলিং অন্যতম। পবিত্র গ্রোভ নামে পরিচিত এখানে জীবন্ত রুট ব্রিজগুলি চোখের সামনে দেখাটাই বিরাট প্রাপ্তির। প্রায় হাজার বছরের পুরনো ব্রিজ বেষ্টিত মাওলিনং সবচেয়ে জনপ্রিয় একটি রুরাল ট্যুরিজম সাইটে পরিণত হয়েছে। ঈশ্বরের নিজস্ব উদ্যান নামেও ডাকা হয় এই গ্রামটিকে।

5 / 8
পিপিলি হল ওড়িশার একটি শিল্পকলার কেন্দ্রস্থল। অসাধারণ কারুকাজ, শিল্পকাজ ও নিপুন হ্যান্ডক্রাফ্টের হটস্পট এই গ্রাম। এখানে অ্যাপ্লিক আর্টওয়ার্ক হল অন্যতম আকর্ষণের। জগন্নাথ মন্দিরে রথযাত্রার জন্য প্রতি বছর রথের উপর ছাউনি ব্যবহার করা হয়, তার নিখুঁত শিল্পের পিছনে থাকে পিপিলি গ্রামের ওস্তাদ কারিগরদের পরিশ্রম।

পিপিলি হল ওড়িশার একটি শিল্পকলার কেন্দ্রস্থল। অসাধারণ কারুকাজ, শিল্পকাজ ও নিপুন হ্যান্ডক্রাফ্টের হটস্পট এই গ্রাম। এখানে অ্যাপ্লিক আর্টওয়ার্ক হল অন্যতম আকর্ষণের। জগন্নাথ মন্দিরে রথযাত্রার জন্য প্রতি বছর রথের উপর ছাউনি ব্যবহার করা হয়, তার নিখুঁত শিল্পের পিছনে থাকে পিপিলি গ্রামের ওস্তাদ কারিগরদের পরিশ্রম।

6 / 8
কচ্ছ, সমৃদ্ধ গ্রামীন জীবনের অভিজ্ঞতা নিতে দেশি-বিদেশি পর্যটকের ভিড় এখানে লেগেই রয়েছে। কচ্ছের গ্রেট রান গুজরাতে অবস্থিত। সুপরিচিত লবণ মরুভমিতে বিচরণ করার অভিজ্ঞতা গায়ে শিহরণ এনে দেবে রয়েছে হোডকাস ভিলেস রিসর্ট। যেখানে তাঁবুও মাটির ছোট ছোট ঘরের  ব্যবস্থা রয়েছে। বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণের এই সুন্দর গ্রামটিতে একবার হলেও ঘুরে আসুন। ওই ঘরের মধ্যেই রয়েছে মডার্ন বাথরুম, সুন্দর থাকার জায়গা, ঐতিহ্যবাহী চারপাইয়ের বিছানা। রাতের আকাশে তারা গুনতে গুনতে ঘুমানোর অভিজ্ঞতাও পাওয়া যাবে এখানে।

কচ্ছ, সমৃদ্ধ গ্রামীন জীবনের অভিজ্ঞতা নিতে দেশি-বিদেশি পর্যটকের ভিড় এখানে লেগেই রয়েছে। কচ্ছের গ্রেট রান গুজরাতে অবস্থিত। সুপরিচিত লবণ মরুভমিতে বিচরণ করার অভিজ্ঞতা গায়ে শিহরণ এনে দেবে রয়েছে হোডকাস ভিলেস রিসর্ট। যেখানে তাঁবুও মাটির ছোট ছোট ঘরের ব্যবস্থা রয়েছে। বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণের এই সুন্দর গ্রামটিতে একবার হলেও ঘুরে আসুন। ওই ঘরের মধ্যেই রয়েছে মডার্ন বাথরুম, সুন্দর থাকার জায়গা, ঐতিহ্যবাহী চারপাইয়ের বিছানা। রাতের আকাশে তারা গুনতে গুনতে ঘুমানোর অভিজ্ঞতাও পাওয়া যাবে এখানে।

7 / 8
 স্পিতি হল দেশের এক অনন্য সুন্দর ছোট্ট বৌদ্ধদের পীঠস্থান। লেহ ও লাদাখের অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থল হল হিমাচল প্রদেশের এই স্পিতি উপত্যকা। বৌদ্ধ মঠ রয়েছে এই গ্রামে। সেখানে আপনি হোমস্টের সুবিধা পেতে পারেন। রয়েছে ইয়াক সাফারি।

স্পিতি হল দেশের এক অনন্য সুন্দর ছোট্ট বৌদ্ধদের পীঠস্থান। লেহ ও লাদাখের অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থল হল হিমাচল প্রদেশের এই স্পিতি উপত্যকা। বৌদ্ধ মঠ রয়েছে এই গ্রামে। সেখানে আপনি হোমস্টের সুবিধা পেতে পারেন। রয়েছে ইয়াক সাফারি।

8 / 8
ছত্তিশগড়ের উপজাতিদের ঘেরা চিত্রকোট হল প্রাচীন ভারতীয় উপজাতীয় সংস্কৃতির উজ্জ্বল নিদর্শন। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে একটি ছোট্ট শহর চিত্রকোট। মূলত চিত্রকূট জলপ্রপাতের জন্য সুপরিচিত। এখানে রয়েছে লোকশিল্প ও হস্ত শিল্পের অভূতপূর্ব ভাণ্ডার। রয়েছে দন্তেশ্বরী মন্দির ও জগদলপুর প্রাসাদ।

ছত্তিশগড়ের উপজাতিদের ঘেরা চিত্রকোট হল প্রাচীন ভারতীয় উপজাতীয় সংস্কৃতির উজ্জ্বল নিদর্শন। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে একটি ছোট্ট শহর চিত্রকোট। মূলত চিত্রকূট জলপ্রপাতের জন্য সুপরিচিত। এখানে রয়েছে লোকশিল্প ও হস্ত শিল্পের অভূতপূর্ব ভাণ্ডার। রয়েছে দন্তেশ্বরী মন্দির ও জগদলপুর প্রাসাদ।