Monsoon 2022: কম খরচে উইকেন্ড ট্রিপ প্ল্যান করছেন? বর্ষায় কলকাতার অদূরেই রয়েছে বেস্ট ‘অফবিট’
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jun 11, 2022 | 6:39 PM
Offbeat Deastination: বর্ষায় একেবারে দোরগোরায়। কলকাতা ও তার চারপাশে এমন অনেক জায়গা রয়েছে যা চোখ ভরে দেখার মত। বাঙালি সবসময়ই ভ্রমণপ্রিয়। শীত-গ্রীষ্ম-বর্ষা, কোনও সময়েই ঘরে বসে থাকার নয়।
1 / 6
বাঙালির পায়ে সরষে। তাই সুযোগ পেলেই এদিক-ওদিক বেড়িয়ে পড়ার বাতিক রয়েছে। তবে পরিবারকে নিয়ে যদি এই বর্ষার সময়ে কোথাও টুক করে ঘুরে আসার প্ল্যান করে থাকেন, তাহলে কোথায় গেলে আপনি স্বর্গসুখ পাবেন, তা দেখে নিন...
2 / 6
তাকধা- দার্জিলিংয়ের অতি পরিচিত একটি অফবিট জায়গার নাম তাকধা। এখানে সবসময়ই মেঘলা ভাব থাকে। লেপচাদের গ্রামে রয়েছে ব্রিটিশ সময়কার পুরনো বাড়ি। কলকাতা থেকে মাত্র ৬৩১ কিমি দূরত্ব।
3 / 6
সামসিং- কলকাতা থেকে খুব দূরে নয়। ঘন জঙ্গেলর মধ্যে দিয়ে ট্রেক করার ইচ্ছে থাকলে এটি হল আদর্শ জায়গা। ট্রেনে করে মাত্র ১০ ঘণ্টার পথ।
4 / 6
রূপার্ক ভিলেজ- ওড়িশার সীমান্তের কাছে সুন্দর সাজানো একটি গ্রাম। কলকাতা থেকে মাত্র ৫ ঘণ্টার পথ। শিব মন্দির, দেওকুন্দ জলপ্রপাত, শিমলিপাল ফরেস্ট রিজার্ভ দেখার সুযোগ হাতছাড়া করবেন না।
5 / 6
ছালসা- উত্তরবঙ্গের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার অনেক জায়গা রয়েছে। তার মধ্যে ছালসা অন্যতম। বিমান বা ট্রেনে করে খুব সহজে পৌঁছে যাবেন এখানে। রয়েছে গরুমারা ন্যাশানল পার্কে ঘোরার সুযোগ।
6 / 6
উত্তরে- প্রকৃতি ঘেরা এই ছোট গ্রামের কথা অনেকেই জানেন না। পাহাড়ের সৌন্দর্য,দেখার জন্য ভরা বর্ষায় যাবেন না। তবে বর্ষায় যদি মনোরম দৃশ্য দেখার আনন্দ নিতে পারেন, বেড়িয়ে পড়তে পারেন।