TV9 Bangla Digital | Edited By: megha
Sep 27, 2022 | 12:27 PM
পুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। তোরজোড় শেষ পর্যায়ে। কিন্তু ত্বকের জেদি ব্ল্যাকহেডস পিছু ছাড়ছে না? পুজোর আগে নাক থেকে ব্ল্যাকহেডস দূর করুন সহজ উপায়ে। মেনে চলুন এই ঘরোয়া টোটকা।
ব্ল্যাকহেডস দূর করতে ত্বকের উপর সরাসরি টমেটো প্রয়োগ করতে পারেন। টমেটোর অ্যাসিডিক বৈশিষ্ট্য ব্ল্যাকহেডস দূর করতে সহায়ক। এক টুকরো টমেটো নিয়ে ত্বকের উপর ঘষে নিন ও ৩০-৪০ মিনিট রেখে দিন। জল দিয়ে ধুয়ে ফেললে দূর হয়ে যাবে ব্ল্যাকহেডস।
ডিমের সাদা অংশ ব্ল্যাকহেডস দূর করতে সহায়ক। ডিমের সাদা অংশ নাকের উপর রাখুন। তার উপর সাদা টিস্যু পেপার রাখুন। শুকিয়ে গেলে তুলে ফেলুন। এর সঙ্গে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হয়ে যাবে।
পুজোর আগে ব্ল্যাকহেডস দূর করতে চাইলে চিনির স্ক্রাব বানিয়ে নিন। চিনির সঙ্গে লেবুর রস এবং জোজোবা তেল মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এই মিশ্রণ নাকের উপর ৪-৫ মিনিট ঘষে নিন এবং তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
ওটস ও দইয়ের স্ক্রাবও ব্যবহার করতে পারেন। ২ চামচ ওটস গুঁড়োর সঙ্গে ১ চামচ টক দই মিশিয়ে নিন। এই স্ক্রাবটা দিয়ে ৩ মিনিট ঘষে নিন। এরপর এটা ত্বকের উপর ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।
দারুচিনিও ব্ল্যাকহেডস দূর করতে সহায়ক। ৩ চামচ মধুর সঙ্গে ১ চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এটি মিশ্রণটি ৩০ মিনিটের ত্বকের উপর লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ব্ল্যাকহেডস দূর হয়ে যাবে।