Hair Cut: এই ৫ লক্ষণ বলে দেবে আপনার এখন চুল কাটানোর দরকার কিনা
TV9 Bangla Digital | Edited By: megha
Jul 17, 2022 | 5:35 PM
Hair Care Tips: বেশির ভাগ মানুষের মধ্যে ধারণা রয়েছে যে তিন মাস অন্তর চুল কাটলে চুলের বৃদ্ধি ভাল হয় এবং চুল ভাল থাকে। কিন্তু এটা শুধুমাত্র ধারণা। এর কোনও যৌক্তিক ব্যাখ্যা নেই। তাহলে বুঝবেন কীভাবে যে আপনার একটা হেয়ার কাট দরকার?
1 / 6
বেশির ভাগ মানুষের মধ্যে ধারণা রয়েছে যে তিন মাস অন্তর চুল কাটলে চুলের বৃদ্ধি ভাল হয় এবং চুল ভাল থাকে। কিন্তু এটা শুধুমাত্র ধারণা। এর কোনও যৌক্তিক ব্যাখ্যা নেই। তাহলে বুঝবেন কীভাবে যে আপনার একটা হেয়ার কাট দরকার?
2 / 6
শ্যাম্পু করতে গিয়ে হাতে গোছা গোছা চুল উঠে আসছে? চুল আঁচড়াতে গিয়ে দেখছেন মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে? এর কারণ চুলের গোড়া দুর্বল হয়ে গেছে। সঠিকভাবে চুলের যত্ন নেওয়া হচ্ছে না। এই সময় অল্প করে কেটে নিন চুল।
3 / 6
চুলের শেপ নষ্ট হয়ে গেলে চুল কাটতেই হবে আপনাকে। চুল যত লম্বা হতে থাকে তার শেপও ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। এই সময় আবার চুল কেটে নিলে আবার সুন্দর শেপ ফিরে পাওয়া যায়।
4 / 6
অনেকেই দু-মুখো চুলের সমস্যায় ভোগেন। এর আসল কারণ হল চুলের ডগা ফেটে যায়। এই সমস্যার সম্মুখীন হলে দ্রুত চুল কেটে ফেলুন। শুধু ওইটুকু অংশই কাটবেন যেটুকু ফেটে গিয়েছে।
5 / 6
চুল উজ্জ্বলতা হারিয়েছে? চুল আগের চাইতে নিষ্প্রাণ, নির্জীব দেখাচ্ছে? এতে আপনার লুকও নষ্ট হচ্ছে? মুখের সঙ্গে মিলিয়ে একটা হেয়ার কাট করে নিন। এতে আপনার চুল ও আপনার লুক দুটোই নতুন প্রাণ ফিরে পাবে।
6 / 6
ঘন ঘন চুলে জট পড়ে যাচ্ছে? চুল আগের চেয়ে অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে? এই সময় চুল ছোট করে ছেঁটে নিতে পারেন। এতে চুল আঁচড়াতে অনেক বেশি সুবিধা হবে। পাশাপাশি এতে আপনি চুলের যত্ন নিতে পারবেন।