
ব্লিচ করার পরেই কখনও রোদে বেরিয়ে যাবেন না। ব্লিচ করার পরে ত্বক সেনসিটিভ হয়ে যায়। এই সময় ত্বকে রোদ লাগালে ত্বকের আরও ক্ষতি হতে পারে।

ব্লিচ করার পরে থ্রেডিং বা ওয়াক্সিংয়ের মতো জিনিসগুলি এড়ানো উচিত। আসলে, যাঁদের ত্বক সংবেদনশীল, ব্লিচ করানোর পর জ্বালাভাবের সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে ত্বক ফুলে যায় কিংবা ফুসকুড়ি দেখা দেয়। তাই ব্লিচ করানোর পর বা আগে থ্রেডিং করবেন না।

ব্লিচ করার পরপরই ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার ভুলটি যেন করবেন না। ব্লিচ করার ৭ থেকে ৮ ঘণ্টা পরে ফেসওয়াশ ব্যবহার করুন। এবং চেষ্টা করুন ঠান্ডা জল ব্যবহার করার। এতে ত্বকের জ্বালাভাব কমে যাবে।

মৃত কোষ বা ব্ল্যাকহেডসের সমস্যাকে দূর করার জন্য অনেকেই স্ক্রাব ব্যবহার করে থাকেন। কিন্তু ব্লিচ করানো ২ থেকে ৩ দিন পর্যন্ত স্ক্রাব ব্যবহার করবেন না। ব্লিচ করানোর পর ত্বকে স্ক্রাব ব্যবহার করা হয়। এরপর যদি আপনি স্ক্রাব ব্যবহার করেন তাহলে ত্বকের ক্ষতি হতে পারে।

অনেক সময় ব্লিচ লাগানোর পর ত্বক জ্বলতে শুরু করে। এটি এড়াতে অনেক মহিলাই ফেসপ্যাক লাগান। এমন পরিস্থিতিতে এমন উপাদান দিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন, যাতে মুখ ঠান্ডা হয়ে যায়। লেবু, দই, ভিনেগারের মতো জিনিসগুলি মিশিয়ে মুখে ফেসপ্যাক লাগালে ত্বকের সমস্যা হতে পারে। তাই মুখে শুধু অ্যালোভেরা জেল বা আইস কিউবের মতো জিনিস লাগানোর চেষ্টা করুন।