Cholesterol: উৎসবে মজে মদ, মাংস, মিষ্টি জমিয়ে খেয়েছেন? এবার সময় কোলেস্টেরল কমানোর
Health Tips: গোটা সপ্তাহ জুড়ে ছিল উৎসব। জমিয়ে চলেছে খাওয়া-দাওয়া। মাটন থেকে মদ কোনও কিছুই বাদ যায়নি। তার সঙ্গে চলেছে মিষ্টিমুখ। বেড়ে গিয়েছে কোলেস্টেরলের মাত্রা। এবার সময় এসেছে শরীরের যত্ন নেওয়ার।