Pujo Saree Fashion: সামনেই পুজো, এই ৫ ধরণের শাড়ি পড়ে তাক লাগিয়ে দিন পুজো মন্ডপে…

TV9 Bangla Digital | Edited By: aryama das

Oct 03, 2021 | 6:42 PM

সামনেই পুজো। এদিকে নিম্নচাপের জেরে বৃষ্টি থামার নাম নেই। সবার মনেই প্রশ্ন, 'পুজোর কটা দিন বৃষ্টি হবে না তো?'বৃষ্টি হলে তবে কি শাড়ি পরবেন না পুজোর কটা দিন?এই ৫ ধরনের শাড়িতে নজর কাড়তে পারবেন আপনি...

1 / 5
১) প্যাস্টেল সেড, পিঙ্ক, রাস্ট, পারপেল, মেরুন, সবুজ, নীল এইসব রঙের শাড়ি, এক রঙের হলে মন্দ লাগবে না। সঙ্গে প্রিন্টেট কনট্রাসটড ব্লাউজ পতে নিলেই কেল্লাফতে।

১) প্যাস্টেল সেড, পিঙ্ক, রাস্ট, পারপেল, মেরুন, সবুজ, নীল এইসব রঙের শাড়ি, এক রঙের হলে মন্দ লাগবে না। সঙ্গে প্রিন্টেট কনট্রাসটড ব্লাউজ পতে নিলেই কেল্লাফতে।

2 / 5
২) হাল্কা কাজের উপর শাড়িতে আপনাকে মন্দ লাগবেনা। বর্ষা হোক বা শরৎ, শিফন, পলি জর্জেট, জর্জেট এই ধরণের শাড়িতেই মন কাড়তে পারবেন আপনি।

২) হাল্কা কাজের উপর শাড়িতে আপনাকে মন্দ লাগবেনা। বর্ষা হোক বা শরৎ, শিফন, পলি জর্জেট, জর্জেট এই ধরণের শাড়িতেই মন কাড়তে পারবেন আপনি।

3 / 5
৩) শাড়ি পরার ধরন হোক একটু ভিন্ন।  জিন্স বা জেগিঙঅসের উপর দিয়ে ফিউশন করে শাড়ি পরা চলুক।

৩) শাড়ি পরার ধরন হোক একটু ভিন্ন। জিন্স বা জেগিঙঅসের উপর দিয়ে ফিউশন করে শাড়ি পরা চলুক।

4 / 5
৪) পুজো মানেই ঐতিহ্যের আরও কাছাকাছি ফিরে আসা। ঢাকাই জামদানী, তাঁত, সিল্ক, হ্যান্ডলুম তো থাকবেই সাজে। যতই বৃষ্টি পড়ুক, সাজে যেন কোনও খামতি না থাকে।

৪) পুজো মানেই ঐতিহ্যের আরও কাছাকাছি ফিরে আসা। ঢাকাই জামদানী, তাঁত, সিল্ক, হ্যান্ডলুম তো থাকবেই সাজে। যতই বৃষ্টি পড়ুক, সাজে যেন কোনও খামতি না থাকে।

5 / 5
৫) বাঙালি মেয়েদের শাড়িতেই সবচেয়ে ভাল লাগে দেখতে। বৃষ্টি পরলে একটু উঁচু করে শাড়িটা পরচে পারেন। সঙ্গে শাড়ির প্লিটটা সরু করে পরতে পারেন। এতে অনেক বেশি পরিপাটি লাগবে আপনাকে, সঙ্গে কমপোর্টেবল হবেন অনেক বেশি।

৫) বাঙালি মেয়েদের শাড়িতেই সবচেয়ে ভাল লাগে দেখতে। বৃষ্টি পরলে একটু উঁচু করে শাড়িটা পরচে পারেন। সঙ্গে শাড়ির প্লিটটা সরু করে পরতে পারেন। এতে অনেক বেশি পরিপাটি লাগবে আপনাকে, সঙ্গে কমপোর্টেবল হবেন অনেক বেশি।

Next Photo Gallery