
ঘুমের ওষুধ: আপনার বাড়ির বিছানা ছাড়া ঠিক করে ঘুম আসে না? তারপর সারাদিন ঘুরেফিরে রাতে হোটেলে এসে ঘুম যদি না আসে? সঙ্গে অবশ্যই ঘুমের ওষুধ রাখুন।

বহনযোগ্য চার্জার: আপনার ভ্রমণের গন্তব্যের উপর নির্ভর করে, আপনার ফোন চার্জ করার সময় আপনি আদৌ বিদ্যুৎ পাবেন কিনা। একটি পোর্টেবল ফোন চার্জার আপনাকে ফোনটা চালু রাখতে সাহায্য করবে। জিপিএস দেখতে হবে, আপনার ফ্লাইটের তথ্য পুনরুদ্ধার করতে হবে, একটি ঠিকানা খুঁজতে হবে বা ট্যাক্সির জন্য কল করতে হবে, সেক্ষেত্রে বহনযোগ্য ফোনের চার্জার অবশ্যই রাখুন সঙ্গে।

ডায়রিয়া প্রতিরোধী ওষুধ: আপনি যদি বাইরের জল বা খাবারে অভ্যস্ত না হন, সেক্ষেত্রে ডাইরিয়া হওয়ার সম্ভাবনা থেকেই থাকে। আপনার সঙ্গে কিছু ডায়রিয়ার ওষুধ প্যাক রাখাই ভাল।

পেট্রোলিয়াম জেলি: বিভিন্ন আবহাওয়ার সংস্পর্শে বেড়াতে গিয়ে ঠোঁট ফাটা খুব স্বাভাবিক একটি বিষয়। তাই সঙ্গে রাখতেই হবে পেট্রোলিয়াম জেলি।

পশমিনা: আপনি যেখানেই যান না কেন, আপনার লাগেজের সঙ্গে একটি পশমিনা বা স্কার্ফ প্যাক নিতে ভুলবেন না। এই বহুমুখী জিনিস ঠান্ডায় যেমন প্রয়োজন, ঠিক সমুদ্রের ধারে রোদের হাত থেকে বাঁচতে প্রয়োজন।