
কিছু মানুষ আছেন যাঁরা সব সময় আপনাকে উৎসাহ দেন। ভাল কাজের প্রতি এগিয়ে দেন। এমন মানুষদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন।

আবার কিছু বন্ধু আছেন যাংরা খুব ভাল শ্রোতা। আজকাল সকলেরই বক্তব্য বেশি, কিন্তু শোনার ধৈর্য কম। যে বন্ধু আপনার কথা মন দিয়ে শোনেন তিনি কিন্তু আপনাকে সত্যিই পছন্দ করেন

জীবনে পজিটিভিটির খুব প্রয়োজন। যে সব মানুষ আপনাকে পজিটিভ থাকতে সাহায্য করেন তাঁদের অবশ্য়ই রাখুন ঘনিষ্ঠ বৃত্তে

সময়ে অসময়ে যে বন্ধু আপনাকে সাহায্য করে আপনার পাশে দাঁড়ায় সেই কিন্তু প্রকৃত বন্ধু। আর তাই এমন মানুষদের সঙ্গ কখনও ছাড়বেন না

সকলের মধ্যে যেমন ভাল কিছু থাকে তেমনই খারাপও থাকে। ার তাই যে বন্দু আপনার ভুল ধরিয়ে দেবে তাকে ভুল বুঝবেন না। তিনি আপনার ভাল চান বলেই এমনটা করলেন। সময়ে কিন্তু প্রশংসাও করেন। কিছু সময় জীবনে স্পষ্ট কথা বলতে পারা ব্যক্তিরও প্রয়োজন।