কোচ রাফায়েল করদেইরো (Rafael Cordeiro) হেড গার্ড, বডি বেল্ট পরে প্রস্তুত। ছাত্র মাইক টাইসনের নানা আক্রমণ সামলাতে হল তাঁকে। (ছবি: ইনস্টাগ্রাম)
এক সময় এরকম ট্রেডমার্ক বডি হুকে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছেন মাইক টাইসন (Mike Tyson)। কোচ করদেইরোকে সামলাতে হল এমনই সব আক্রমণ। (ছবি: ইনস্টাগ্রাম)
২০২০'র নভেম্বরে বক্সিং (Boxing) রিংয়ে চমকপ্রদ প্রত্যাবর্তন করেন মাইক টাইসন। রয় জোনস জুনিয়রের বিরুদ্ধে ড্র করেছিলন। (ছবি: ইনস্টাগ্রাম)
আরও একবার কি এমন প্রত্যাবর্তন দেখা যাবে? সেই সম্ভাবনা প্রবল। হয়তো এ বছরই লড়াইয়ের ময়দানে দেখা যেতে পারে ৫৬ বছরের মাইক টাইসন। কোচের সঙ্গে খোশমেজাজে মাইক। (ছবি: টুইটার)
প্রতিপক্ষ কে? ২৫ বছরের মার্কিন বক্সার জেক পলের (Jake paul) বিরুদ্ধে রিংয়ে দেখা যেতে পারে মাইক টাইসনকে। তাঁর অতি পরিচিত জেক পল। (ছবি: টুইটার)