Mike Tyson: মাইক টাইসন কি ফের রিংয়ে ফিরছেন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 19, 2022 | 6:45 AM

মাইক টাইসন কি ফের বক্সিং রিংয়ে ফিরছেন? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ৫৬ বছর বয়সেও যেমন ঝলক দেখাচ্ছেন, তাতে এখনও অনেকের হাড় হিম করে দিতে পারে। মাইক টাইসনের কোচ রাফায়েল করদেইরো একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা গেল সেই পুরনো টাইসনকে।

1 / 5
 কোচ রাফায়েল করদেইরো (Rafael Cordeiro) হেড গার্ড, বডি বেল্ট পরে প্রস্তুত। ছাত্র মাইক টাইসনের নানা আক্রমণ সামলাতে হল তাঁকে। (ছবি: ইনস্টাগ্রাম)

কোচ রাফায়েল করদেইরো (Rafael Cordeiro) হেড গার্ড, বডি বেল্ট পরে প্রস্তুত। ছাত্র মাইক টাইসনের নানা আক্রমণ সামলাতে হল তাঁকে। (ছবি: ইনস্টাগ্রাম)

2 / 5
এক সময় এরকম ট্রেডমার্ক বডি হুকে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছেন মাইক টাইসন (Mike Tyson)। কোচ করদেইরোকে সামলাতে হল এমনই সব আক্রমণ। (ছবি: ইনস্টাগ্রাম)

এক সময় এরকম ট্রেডমার্ক বডি হুকে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছেন মাইক টাইসন (Mike Tyson)। কোচ করদেইরোকে সামলাতে হল এমনই সব আক্রমণ। (ছবি: ইনস্টাগ্রাম)

3 / 5
২০২০'র নভেম্বরে বক্সিং (Boxing) রিংয়ে চমকপ্রদ প্রত্যাবর্তন করেন মাইক টাইসন। রয় জোনস জুনিয়রের বিরুদ্ধে ড্র করেছিলন। (ছবি: ইনস্টাগ্রাম)

২০২০'র নভেম্বরে বক্সিং (Boxing) রিংয়ে চমকপ্রদ প্রত্যাবর্তন করেন মাইক টাইসন। রয় জোনস জুনিয়রের বিরুদ্ধে ড্র করেছিলন। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 5
আরও একবার কি এমন প্রত্যাবর্তন দেখা যাবে? সেই সম্ভাবনা প্রবল। হয়তো এ বছরই লড়াইয়ের ময়দানে দেখা যেতে পারে ৫৬ বছরের মাইক টাইসন। কোচের সঙ্গে খোশমেজাজে মাইক। (ছবি: টুইটার)

আরও একবার কি এমন প্রত্যাবর্তন দেখা যাবে? সেই সম্ভাবনা প্রবল। হয়তো এ বছরই লড়াইয়ের ময়দানে দেখা যেতে পারে ৫৬ বছরের মাইক টাইসন। কোচের সঙ্গে খোশমেজাজে মাইক। (ছবি: টুইটার)

5 / 5
প্রতিপক্ষ কে? ২৫ বছরের মার্কিন বক্সার জেক পলের (Jake paul) বিরুদ্ধে রিংয়ে দেখা যেতে পারে মাইক টাইসনকে। তাঁর অতি পরিচিত জেক পল। (ছবি: টুইটার)

প্রতিপক্ষ কে? ২৫ বছরের মার্কিন বক্সার জেক পলের (Jake paul) বিরুদ্ধে রিংয়ে দেখা যেতে পারে মাইক টাইসনকে। তাঁর অতি পরিচিত জেক পল। (ছবি: টুইটার)

Next Photo Gallery