TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 08, 2022 | 6:36 PM
স্টারকিড মানেই তাঁকে বি-টাউনে হাতে ধরে নিয়ে আসেন করণ জোহর, এমনই রব ছড়িয়ে পড়তে দেখা যায় সর্বত্র। এ যেন বলিউডের এক ধ্রুব সত্য হয়ে উঠছে দিনে দিনে। শ্রীদেবী কন্যাও তার ব্যতিক্রম নন।
কিয়ারা আডবানি- বিটাউন সূত্রের খবর অনুযায়ী কিয়ারার সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার বিচ্ছেদের কারণই নাকি কার্তিক আলিয়ান। ভুল বুলাইয়া ২ ছবির শুটিং-এই নাকি কাছাকাছি এসেছিলেন এই জুটি। যদিও এখন সেই সম্পর্ক অতীত।
কৃতি স্যানন- লুকাছুপি হোক বা শেহজাদা, দুই ছবির সেটেই কার্তিক ও কৃতি স্যানন একে ওপরের কাছাকাছি এসেছিলেন। তবে সেই সম্পর্কের গভীরতা খুব বেশি না থাকায় তা দ্রুত ভেঙে যায়।
সারা আলি খান- লাব আজ কাল ২ ছবির সেটে একে অপরের কাছাকাছি এসেছিলেন তাঁরা। তবে এই সম্পর্কের ঘবর বেশ গভীরে পৌঁছে গিয়েছিল। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল বি-টাউনে। তবে তাঁরা নিজেরাই ব্রেকাপের খবর সামনে এনেচিলেন।
অনন্যা পাণ্ডে- বহু স্টারের সঙ্গে ইতিমধ্যেই নাম জড়িয়েছে অনন্যা পাণ্ডের। তালিকায় নাম ছিল কার্তিক আরিয়ানেরও। পতি পত্নী অউর ও ছবির সেটে তাঁরা ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।
নুসরত বারুচা- কার্কিত আরিয়ান বরাবরই বলিউডের হটস্টার। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক অভিনেত্রীর নাম জড়িয়ে যায় কার্তিকের সঙ্গে। তালিকায় ছিলেন নুসরত বারুচাও। পেয়ার কা পঞ্চ নামা ছবি থেকেই ঘনিষ্ঠ হয় এই জুটি।