Railway Stations: নাম শুনলেই হাসি পায়; এমনই মজাদার নাম ভারতের এই রেলওয়ে স্টেশনগুলির!

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 15, 2021 | 2:32 PM

আমরা অনেকেই ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করি। ট্রেনে ভ্রমণ করলে প্রাকৃতিক দৃশ্যও অন্বেষণ করা যায় বেশ ভাল ভাবে। প্রতিটি রেলওয়ে স্টেশনের নিজস্ব ও অনন্য নাম রয়েছে। তবে আমাদের দেশে এমন অনেক রেলস্টেশন রয়েছে, যার নাম শুনলেই আপনার হাসি পাবে।

1 / 6
নানা রেলওয়ে স্টেশনটি রাজস্থানের সিরোহি পিন্ডওয়ারায় অবস্থিত। নানা স্টেশন থেকে নিকটতম স্টেশন হল উদয়পুর।

নানা রেলওয়ে স্টেশনটি রাজস্থানের সিরোহি পিন্ডওয়ারায় অবস্থিত। নানা স্টেশন থেকে নিকটতম স্টেশন হল উদয়পুর।

2 / 6
রাজস্থানের একটি রেলওয়ে স্টেশনের নাম সালি। এই রেলওয়ে স্টেশনটি রাজস্থানের যোধপুর জেলায় অবস্থিত। এটি আজমির থেকে প্রায় ৫৩ কিমি দূরে এবং উত্তর-পশ্চিম রেলওয়েতে পড়ে।

রাজস্থানের একটি রেলওয়ে স্টেশনের নাম সালি। এই রেলওয়ে স্টেশনটি রাজস্থানের যোধপুর জেলায় অবস্থিত। এটি আজমির থেকে প্রায় ৫৩ কিমি দূরে এবং উত্তর-পশ্চিম রেলওয়েতে পড়ে।

3 / 6
এই স্টেশন কার জন্য দিওয়ানা, তা জানা নেই। তবে এই দিওয়ানা রেলওয়ে স্টেশনের অবস্থান হল হরিয়ানার পানিপথে। এটা খুবই ছোট একটি রেল স্টেশন।

এই স্টেশন কার জন্য দিওয়ানা, তা জানা নেই। তবে এই দিওয়ানা রেলওয়ে স্টেশনের অবস্থান হল হরিয়ানার পানিপথে। এটা খুবই ছোট একটি রেল স্টেশন।

4 / 6
যদিও মদের সঙ্গে এই স্টেশনের কোনও সম্পর্ক নেই, তবে এই স্টেশনের নাম দারু স্টেশন। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় এবং  স্টেশনটির নামেই এখানের গ্রামটিরও নামকরণ করা হয়েছে 'দারু'।

যদিও মদের সঙ্গে এই স্টেশনের কোনও সম্পর্ক নেই, তবে এই স্টেশনের নাম দারু স্টেশন। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় এবং স্টেশনটির নামেই এখানের গ্রামটিরও নামকরণ করা হয়েছে 'দারু'।

5 / 6
বিড়ালের বাসস্থান কিনা জানা নেই, তবে স্টেশনের নাম বিল্লি। বিল্লি নামক এই রেলওয়ে স্টেশন উত্তরপ্রদেশে অবস্থিত। এই স্টেশনটি সোনভদ্র জেলায় রয়েছে। এটি একটি খুব বিখ্যাত স্টেশন।

বিড়ালের বাসস্থান কিনা জানা নেই, তবে স্টেশনের নাম বিল্লি। বিল্লি নামক এই রেলওয়ে স্টেশন উত্তরপ্রদেশে অবস্থিত। এই স্টেশনটি সোনভদ্র জেলায় রয়েছে। এটি একটি খুব বিখ্যাত স্টেশন।

6 / 6
রেলস্টেশনের নাম শুনলে হাসি পায়?নাকি 'বাপ'এর কথা মনে পড়ে যায়? আসল এমনই নাম স্টেশনের। বাপ নামক এই স্টেশনটি রাজস্থানের যোধপুরে অবস্থিত।

রেলস্টেশনের নাম শুনলে হাসি পায়?নাকি 'বাপ'এর কথা মনে পড়ে যায়? আসল এমনই নাম স্টেশনের। বাপ নামক এই স্টেশনটি রাজস্থানের যোধপুরে অবস্থিত।

Next Photo Gallery