
নানা রেলওয়ে স্টেশনটি রাজস্থানের সিরোহি পিন্ডওয়ারায় অবস্থিত। নানা স্টেশন থেকে নিকটতম স্টেশন হল উদয়পুর।

রাজস্থানের একটি রেলওয়ে স্টেশনের নাম সালি। এই রেলওয়ে স্টেশনটি রাজস্থানের যোধপুর জেলায় অবস্থিত। এটি আজমির থেকে প্রায় ৫৩ কিমি দূরে এবং উত্তর-পশ্চিম রেলওয়েতে পড়ে।

এই স্টেশন কার জন্য দিওয়ানা, তা জানা নেই। তবে এই দিওয়ানা রেলওয়ে স্টেশনের অবস্থান হল হরিয়ানার পানিপথে। এটা খুবই ছোট একটি রেল স্টেশন।

যদিও মদের সঙ্গে এই স্টেশনের কোনও সম্পর্ক নেই, তবে এই স্টেশনের নাম দারু স্টেশন। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় এবং স্টেশনটির নামেই এখানের গ্রামটিরও নামকরণ করা হয়েছে 'দারু'।

বিড়ালের বাসস্থান কিনা জানা নেই, তবে স্টেশনের নাম বিল্লি। বিল্লি নামক এই রেলওয়ে স্টেশন উত্তরপ্রদেশে অবস্থিত। এই স্টেশনটি সোনভদ্র জেলায় রয়েছে। এটি একটি খুব বিখ্যাত স্টেশন।

রেলস্টেশনের নাম শুনলে হাসি পায়?নাকি 'বাপ'এর কথা মনে পড়ে যায়? আসল এমনই নাম স্টেশনের। বাপ নামক এই স্টেশনটি রাজস্থানের যোধপুরে অবস্থিত।