High Cholesterol Symptoms: খারাপ কোলেস্টেরল বাড়লে এই ৬ লক্ষণ দেখা দেবেই, ভুল করেও অবহেলা নয়

Health Tips: কোলেস্টেরল বাড়লে শরীরে নানা সমস্যা হবেই। আর কোলেস্টেরল বাড়লে হৃদরোগের সম্ভাবনাও অনেক বেশি বাড়ে। তাই এই সব লক্ষণ কোনও ভাবেই এড়িয়ে যাবেন না

| Edited By: রেশমী প্রামাণিক

Jun 08, 2023 | 8:45 AM

1 / 8
লিভার থেকে কোলেস্টেরল তৈরি হয়। কোলেস্টেরল একরকম মোম জাতীয় পদার্থ। যা  আমাদের রক্তেই থাকে। বিভিন্ন হরমোন, ভিটামিন ডি এবং কোষের ঝিল্লি তৈরির জন্য প্রয়োজন হয় ভাল কোলেস্টেরলের। কোলেস্টেরল কোনও ভাবেই দ্রবীভূত হতে পারে না।

লিভার থেকে কোলেস্টেরল তৈরি হয়। কোলেস্টেরল একরকম মোম জাতীয় পদার্থ। যা আমাদের রক্তেই থাকে। বিভিন্ন হরমোন, ভিটামিন ডি এবং কোষের ঝিল্লি তৈরির জন্য প্রয়োজন হয় ভাল কোলেস্টেরলের। কোলেস্টেরল কোনও ভাবেই দ্রবীভূত হতে পারে না।

2 / 8
আর এই কোলেস্টেরল শিরায় জমতে থাকলেই মুশকিল। তখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। চাপ পড়ে ধমনীতে। এর থেকে হার্টের উপর চাপ বাড়ে সেই সঙ্গে হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনাও বেড়ে যায় অনেকখানি। নিয়মিত, ব্যায়াম, ডায়েটের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায় কোলেস্টেরল।

আর এই কোলেস্টেরল শিরায় জমতে থাকলেই মুশকিল। তখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। চাপ পড়ে ধমনীতে। এর থেকে হার্টের উপর চাপ বাড়ে সেই সঙ্গে হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনাও বেড়ে যায় অনেকখানি। নিয়মিত, ব্যায়াম, ডায়েটের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায় কোলেস্টেরল।

3 / 8
কোলেস্টেরল বাড়লে তার বেশ কিছু লক্ষণ থাকে। এই সব লক্ষণ কিন্তু একেবারেই এড়িয়ে যাবেন না। এতে পরবর্তীতে সমস্যা আরও অনেক জটিল হতে পারে।

কোলেস্টেরল বাড়লে তার বেশ কিছু লক্ষণ থাকে। এই সব লক্ষণ কিন্তু একেবারেই এড়িয়ে যাবেন না। এতে পরবর্তীতে সমস্যা আরও অনেক জটিল হতে পারে।

4 / 8
হঠাৎ করে স্নায়ু অসাড় হয়ে যাওয়া, খিঁচুনি এসব কোলেস্টেরল বেড়ে যাওয়ারই লক্ষণ। কোলেস্টেরল বাড়লে শরীরের সর্বত্র ঠিক ভাবে রক্ত সঞ্চালন হয় না। যে কারণে খিঁচুনি, অসাড়তার সমস্যা বাড়ে।

হঠাৎ করে স্নায়ু অসাড় হয়ে যাওয়া, খিঁচুনি এসব কোলেস্টেরল বেড়ে যাওয়ারই লক্ষণ। কোলেস্টেরল বাড়লে শরীরের সর্বত্র ঠিক ভাবে রক্ত সঞ্চালন হয় না। যে কারণে খিঁচুনি, অসাড়তার সমস্যা বাড়ে।

5 / 8
কোলেস্টেরল অতিরিক্ত বাড়লে সেখান থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। শ্বাসকষ্ট হার্টের সমস্যার খুবই সাধারণ লক্ষণ। হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ কম হলে সেখান থেকে সমস্যা হতে পারে।

কোলেস্টেরল অতিরিক্ত বাড়লে সেখান থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। শ্বাসকষ্ট হার্টের সমস্যার খুবই সাধারণ লক্ষণ। হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ কম হলে সেখান থেকে সমস্যা হতে পারে।

6 / 8
করোনারী ধমনী রোগে আক্রান্তদের ক্ষেত্রে খুবই সাধারণ ব্যাপার হল বুকে ব্যথা। বুকে চাপ লাগা, অস্বস্তি এর মূল কারণ ধমনীতে কোলেস্টেরল জমে যাওয়া। এর ফলে ব্লকেজ হতে পারে। যে কারণে হার্টের রোগের উপসর্গ হল বুকে ব্যথা।

করোনারী ধমনী রোগে আক্রান্তদের ক্ষেত্রে খুবই সাধারণ ব্যাপার হল বুকে ব্যথা। বুকে চাপ লাগা, অস্বস্তি এর মূল কারণ ধমনীতে কোলেস্টেরল জমে যাওয়া। এর ফলে ব্লকেজ হতে পারে। যে কারণে হার্টের রোগের উপসর্গ হল বুকে ব্যথা।

7 / 8
কোলেস্টেরল বাড়লে সেখান থেকে হাই ব্লাডপ্রেশারের সম্ভাবনা থেকে যায়। আর এর মূল কারণই হল ধমনীতে কোলেস্টেরল জমা হওয়া। এর ফলে রক্তনালী মোটা হয়ে যায়।

কোলেস্টেরল বাড়লে সেখান থেকে হাই ব্লাডপ্রেশারের সম্ভাবনা থেকে যায়। আর এর মূল কারণই হল ধমনীতে কোলেস্টেরল জমা হওয়া। এর ফলে রক্তনালী মোটা হয়ে যায়।

8 / 8
কোলেস্টেরল আমাদের দৃষ্টিশক্তির উপরও প্রভাব ফেলে। রক্তে কোলেস্টেরল বেশি হলে ধমনীর উপর অতিরিক্ত চাপ পড়ে। চোখে ব্যথা হয়। আর সেই সঙ্গে দৃষ্টিশক্তিও ঝাপসা হয়ে যায়।

কোলেস্টেরল আমাদের দৃষ্টিশক্তির উপরও প্রভাব ফেলে। রক্তে কোলেস্টেরল বেশি হলে ধমনীর উপর অতিরিক্ত চাপ পড়ে। চোখে ব্যথা হয়। আর সেই সঙ্গে দৃষ্টিশক্তিও ঝাপসা হয়ে যায়।