Bangla NewsPhoto gallery 6 new faces and 6 matches BCCI posted photos of Indian Cricketers ahead of India vs Sri Lanka Series
India vs Sri Lanka: ভারতের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে তৈরি রানা-সাকারিয়ারা
ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) সীমিত ওভারের সিরিজ শুরুর আগেই বাধা তৈরি করেছে করোনা। যার ফলে পুরো সিরিজটাই পিছিয়ে গেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ হলে, আজ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতেন শিখর ধাওয়ানরা। তবে শ্রীলঙ্কা শিবিরে করোনার জন্য সূচি বদলানো হয়। ১৮ জুলাই একদিনের ম্যাচ দিয়ে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সাদা বলের সিরিজ। তৈরি ভারতের তরুণ তুর্কিরা। আইপিএল থেকে উঠে আসা তারারা দেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। বিসিসিআই টুইটারে ভারতীয় দলের নতুন ক্রিকেটারদের ফটোশুটের ছবি শেয়ার করেছে। দেখে নিন ভারতের জার্সিতে দেবদত্ত পাড়িক্কাল-নীতিশ রানাদের ছবি।