Switzerland of India: একটা বা দুটো নয়, বর্তমানে ৬টি জায়গা ‘সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া’ নামে জনপ্রিয়

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 08, 2021 | 1:52 PM

ভারতের সুইজারল্যান্ড আদতে কোনটি তা নিয়ে মতভেদ রয়েছে। তবে প্রত্যেক জায়গারই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভ্রমণ পিপাসুরা বার বার ছুটে যায় এখানে। তবে ভারতের কোন ছয়টি পর্যটক কেন্দ্র বর্তমানে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া নামে জনপ্রিয়, দেখে নিন এক নজরে...

1 / 6
খাজ্জিয়ার, হিমাচল প্রদেশ: ডালহৌসির কাছেই অবস্থির খাজ্জিয়ার। একে মিনি সুইজারল্যান্ড বলা হয়। পাইন বনে ঘেরা একটি ছোট্ট জনপদ। শান্ত, নিরিবিল, ইচ্ছা হলে দু'দিন কাটিয়ে আসতে পারেন এখানে।

খাজ্জিয়ার, হিমাচল প্রদেশ: ডালহৌসির কাছেই অবস্থির খাজ্জিয়ার। একে মিনি সুইজারল্যান্ড বলা হয়। পাইন বনে ঘেরা একটি ছোট্ট জনপদ। শান্ত, নিরিবিল, ইচ্ছা হলে দু'দিন কাটিয়ে আসতে পারেন এখানে।

2 / 6
কাশ্মীর: পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর। সুতরাং এটা সুইজারল্যান্ডের চাইতে কম কি! হিমালয়ের কোলে এমন উপত্যকা ভারত ছাড়া আর কোথাও দেখা যায় না।

কাশ্মীর: পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর। সুতরাং এটা সুইজারল্যান্ডের চাইতে কম কি! হিমালয়ের কোলে এমন উপত্যকা ভারত ছাড়া আর কোথাও দেখা যায় না।

3 / 6
আউলি, উত্তরাখণ্ড: শীতের মরসুমে বরফের সাদা চাদরে ঢাকা থাকে উত্তরাখণ্ডের আউলি। এই কারণেই একেও বলা হয় সুইজারল্যান্ড। যদিও এখান থেকে হিমালয়ের যে দৃশ্য অন্বেষণ করা যায়, তা কিন্তু আপনি সুইজারল্যান্ডে পাবেন না।

আউলি, উত্তরাখণ্ড: শীতের মরসুমে বরফের সাদা চাদরে ঢাকা থাকে উত্তরাখণ্ডের আউলি। এই কারণেই একেও বলা হয় সুইজারল্যান্ড। যদিও এখান থেকে হিমালয়ের যে দৃশ্য অন্বেষণ করা যায়, তা কিন্তু আপনি সুইজারল্যান্ডে পাবেন না।

4 / 6
কৌসানি, উত্তরাখণ্ড: ভারতের সুইজারল্যান্ডের তালিকায় নাম রয়েছে উত্তরাখণ্ডের কৌসানির। এখানে এসেছিলেন গান্ধীজিও। সেই গান্ধী আশ্রম থেকে নন্দাদেবী, নন্দাকোট, চৌখাম্বার দৃশ্য অন্বেষণ করা যায়।

কৌসানি, উত্তরাখণ্ড: ভারতের সুইজারল্যান্ডের তালিকায় নাম রয়েছে উত্তরাখণ্ডের কৌসানির। এখানে এসেছিলেন গান্ধীজিও। সেই গান্ধী আশ্রম থেকে নন্দাদেবী, নন্দাকোট, চৌখাম্বার দৃশ্য অন্বেষণ করা যায়।

5 / 6
বেরট ভ্যালি, হিমাচল প্রদেশ: খুব একটা জনপ্রিয় নয় হিমাচলের এই উপত্যকা। বলতে পারেন এক প্রকার অফবিট ডেস্টিনেশন। তবে এখানে গেলে হিমাচলের দৃশ্য আপনার মন কাড়তে বাধ্য।

বেরট ভ্যালি, হিমাচল প্রদেশ: খুব একটা জনপ্রিয় নয় হিমাচলের এই উপত্যকা। বলতে পারেন এক প্রকার অফবিট ডেস্টিনেশন। তবে এখানে গেলে হিমাচলের দৃশ্য আপনার মন কাড়তে বাধ্য।

6 / 6
মণিপুর: আর উত্তর ভারত নয়, ভারতের পূর্বের রাজ্যগুলিতেও রয়েছে একটি সুইজারল্যান্ড, যার নাম মণিপুর। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মণিপুর পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

মণিপুর: আর উত্তর ভারত নয়, ভারতের পূর্বের রাজ্যগুলিতেও রয়েছে একটি সুইজারল্যান্ড, যার নাম মণিপুর। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মণিপুর পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

Next Photo Gallery