
দোলের আগে চুলে ডিপ কন্ডিশনিং করুন। দোলের এক দিন আগে চুলে হেয়ার মাস্ক লাগান। এতে চুল অনেকটা ভাল থাকবে।

ছোটবেলায় মা, ঠাকুমারা দোলে রঙ খেলতে বেরনোর আগে মাথায় তেল মাখিয়ে দিতেন। এটা চুলকে ভাল রাখার জন্য খুব উপকারী। রঙ খেলার আগে চুলে নারকেল তেলে লাগান। এতে ভাল থাকবে আপনার চুল।

যদি চুলে স্প্লিটেনের সমস্যা থাকে তাহলে রঙের উৎসবের আগে চুল কেটে ফেলতে পারেন। এতে চুলের সমস্যা অনেকটা কমে যাবে।

এই সপ্তাহে চুলের স্টাইলিং এক্সপার্টের কাছে যাবেন না। দোলের আগে চুলে হিট দেওয়া ও স্টাইলের জন্য তাপ ব্যবহার করা উচিত নয়। এতে চুলের আরও ক্ষতি হয়।

দোলের জন্য সবচেয়ে নিরাপদ হেয়ারস্টাইল হল বিনুনি। এই বিনুনি করা থাকলে চুলের প্রতিটি ইঞ্চি রঙ পৌঁছাতে বাধা দেয়। এছাড়া আপনি খোঁপা বেঁধে নিতে পারেন। এতেও রঙ থেকে সুরক্ষিত থাকবে আপনার চুল।

রঙ খেলার পর প্রথমে সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর শ্যাম্পু করুন। ল কন্ডিশনার করার পর ফের একবার চুল ধয়ে ফেলুন। দু'বার শ্যাম্পু না করলে ক্ষতি হবে আপনার চুলের। এরপরও ২-৩ দিন চুল শুষ্ক ও রুক্ষ মনে হতে পারে। সেক্ষেত্রে আপনি তেল মালিশ, হেয়ার মাস্ক ব্যবহার করুন।