
বোটক্স ট্রিটমেন্ট করানোর পর ত্বকে কোনও ভাবে হাত দেবেন না। ত্বকের ওপর কোনও কিছু ঘষবেন না। এমনকি ম্যাসেজও করবেন না। ত্বককে নিজের মত করে ছেড়ে দিন।

যেহেতু বোটক্স ট্রিটমেন্ট ইনজেকশন ব্যবহার করা হয়, তা রক্তের ওপর প্রভাব ফেলে। এই কারণে বোটক্স ট্রিটমেন্ট করানোর ২৪ ঘণ্টা পর অবধি কোনও রকম অ্যালকোহল জাতীয় পানীয় পান করবেন না।

ব্যায়াম করা শরীর ও ত্বকের পক্ষে ভাল। কিন্তু বোটক্স ট্রিটমেন্টের পর ব্যায়াম করবেন না। কারণ ব্যায়াম করলে এর চাপ ত্বকের ওপর পড়ে এবং ত্বকের ওপর ঘাম। তাই চেষ্টা করুন বোটক্স ট্রিটমেন্টের পর ব্যায়াম না করার।

বোটক্স ট্রিটমেন্টের পর ভুল করেও ফেসিয়াল করাবেন না। ফেসিয়ালের পণ্য বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ থাকে, এতে ত্বকের ওপর প্রভাব পড়তে পারে।

বোটক্স টিট্রমেন্ট করানোর ৪ ঘণ্টা পর্যন্ত ঘুমোবেন না। এতেও প্রভাব পড়তে পারে আপনার ত্বকের ওপর।

ত্বকের ওপর বরফ ঘষলে একাধিক উপকারিতা পাওয়া যায়। কিন্ত বোটক্স ট্রিটমেন্টের পর ত্বকের ওপর বরফ প্রয়োগ করলে হিতে বিপরীতও হতে পারে।