Bollywood Monsoon films: ৭ বলিউড ছবি যেখানে বৃষ্টি হয়ে উঠেছে চরিত্র
TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী
Jul 02, 2021 | 6:34 PM
বর্ষার সঙ্গে বলিউড ফিল্মের এক গভীর সম্পর্ক রয়েছে। বৃষ্টি সেখানে কখনও প্রেম, আবেগ আবার ধ্বংসেরও প্রতীকচিহ্ন। বলিউডের ৭ ছবি যেখানে বৃষ্টি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ।
1 / 7
লগান: ওয়ান্স আপঅন এ টাইম ইন ইন্ডিয়া। পরিচালক আশুতোষ গোয়ারিকর। মুখ্য অভিনেতা আমির খান। এমন এক কৃষকের গল্প যে ক্রিকেটে ব্রিটিশদের হারানোর চ্যালেঞ্জ নেয়। বর্ষা ছবিতে একটি চরিত্রই নয়, গ্রামবাসীদের অধিকার আদায়ের জন্য একত্র হওয়ার অনুপ্রেরণা।
2 / 7
কৌন। রাম গোপাল ভার্মার ছবিতে চারটি চরিত্র রয়েছে —এর মধ্যে তিনটি চরিত্রে অভিনয় করেছেন উর্মিলা মাটোন্ডকার, মনোজ বাজপেয়ী এবং সুশান্ত সিংহ। এবং চতুর্থটি বৃষ্টি। নিরলস বৃষ্টিপাত ছবিটির দীর্ঘতম অংশ হয়ে রয়েছে। বাড়ির অভ্যন্তরে সেট করা সত্ত্বেও, আপনি প্রথম থেকে শেষ অবধি বৃষ্টির শব্দ শুনতে পাবেন।
3 / 7
ওয়েক আপ সিড। পরিচালনা করেছিলেন অয়ন মুখার্জি এবং অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা এবং রণবীর কাপুর। বর্ষার ধ্বংসাত্মক দিক দেখানোর পরিবর্তে পরিচালক তার রোমান্টিক দিকটি দেখান। দুই বন্ধু তাঁদের নিজেদের অনুভূতিগুলো বুঝতে পারে বৃষ্টির জ তাঁদের প্রেমিক করে তোলে।
4 / 7
লাইফ ইন এ মেট্রো। পরিচালক অনুরাগ বসুর ছবি। ন’জন মানুষের গল্প। বর্ষা এই আলাদা গল্পগুলোকে কানেক্ট করে। মানুষ ভালবাসাকে খুঁজে পায় বৃষ্টির সময়ে এবং একইভাবে হারিয়েও ফেলে।
5 / 7
গুরু। ছবির নাম শুনলে প্রথম যে ছবি চোখের সামনে ভেসে ওঠে তা হল, ভীষণ বৃষ্টিতে ঝরনার সামনে ‘বরসো রে ’ গানে ঐশ্বর্য্যর নাচ। শুধু গুরু এবং সুজাতার গল্পে নয়, শ্যাম (মাধবন) এবং মীনাক্ষীর (বিদ্যা বালন) গল্পেও গুরুত্বপূর্ণ মুহূর্তে দেখানোর জন্য বৃষ্টিকে ব্যবহার করেছেন মনি রত্নম।
6 / 7
7 / 7
দিল তো পাগল হ্যাঁয়। পরিচালনা করেছিলেন যশ চোপড়া এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও করিশ্মা কাপুর। ‘কোই লড়কি হ্যায়’ গানটি বর্ষার চেতনাকে উদযাপন করে। তবে অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ দৃশ্যতেও বৃষ্টির ব্যবহার রয়েছে। গুরুত্বপূর্ণ সেই দৃশ্য যেখানে রাহুল পূজার প্রতি তাঁর প্রেমের জ্ঞাপন করছেন।