Bangla NewsPhoto gallery 7 Bollywood Stars And Their Stunt Doubles Who Actually Performs High Risk Stunts
Bollywood’s Stunt performer: ৭ বলিউড সুপারস্টারের ‘বডি ডাবল’দের চেনেন?
বলিউড তারকারা প্রায় সুপারহিরোর মতো। অভিনেতারা সিংহদের সঙ্গে একা হাতে লড়াই করে, ঘুষি মেরে ফাটিয়ে দিচ্ছে, কিংবা দিচ্ছেন মরণঝাঁপ, তবে সত্যিই কি অন ক্যামেরায় তাঁরা এটা করছে? না বোধহয়। গ্যালারিতে রয়েছে ৭ বডি ডাবল যাঁরা তাদের জীবনকে ঝুঁকি নিয়ে দর্শকদের কাছে তাঁদের প্রিয় তারকাদের ‘সুপারহিরো’ করেই রেখে দিয়েছেন।