দেখুন গ্যালারি: ৭ বলিউড সুপারস্টারদের দেহরক্ষী, বেতন জানলে অবাক হতে বাধ্য!

বলিউড সুপারস্টারদের পাশে তাঁদের বডিগার্ডদের দেখেছেন? যাঁরা এক হাতে ঠেলে দূরে সরিয়ে দিতে পারেন একাধিক মানুষকে। নিজেদের সুরক্ষার জন্য কত টাকা ব্যয় করেন সুপারস্টাররা, জানেন? বলিউডের সর্বাধিক বেতনের ‘সেলিব্রিটি’ দেহরক্ষীরা রইল আজকের গ্যালারিতে।

| Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 21, 2021 | 6:12 PM

1 / 7
রবি সিং প্রায় এক দশক ধরে কিং খানের দেহরক্ষী হিসেবে রয়েছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর পেশায় সবচেয়ে বেশি বেতন পান রবি। প্রতি বছর মোট ২.৭ কোটি টাকা পান রবি।

রবি সিং প্রায় এক দশক ধরে কিং খানের দেহরক্ষী হিসেবে রয়েছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর পেশায় সবচেয়ে বেশি বেতন পান রবি। প্রতি বছর মোট ২.৭ কোটি টাকা পান রবি।

2 / 7
কয়েক দশক ধরে শেরা ভাইজানকে ঘিরে রয়েছেন। খবর, বছরে ২ কোটি টাকা উপার্জন করেন শেরা।

কয়েক দশক ধরে শেরা ভাইজানকে ঘিরে রয়েছেন। খবর, বছরে ২ কোটি টাকা উপার্জন করেন শেরা।

3 / 7
আমির খানের বডিগার্ড যুবরাজ ঘোরপড়ে। বেতন বছরে ২ কোটি।

আমির খানের বডিগার্ড যুবরাজ ঘোরপড়ে। বেতন বছরে ২ কোটি।

4 / 7
প্রকাশ সিং ওরফে সোনু। তিনি শুধু অনুষ্কার নন, বিরাট এবং এখম ভামিকারও দেহরক্ষী প্রকাশ। বছরে ১.৫ কোটি তাঁর বেতন।

প্রকাশ সিং ওরফে সোনু। তিনি শুধু অনুষ্কার নন, বিরাট এবং এখম ভামিকারও দেহরক্ষী প্রকাশ। বছরে ১.৫ কোটি তাঁর বেতন।

5 / 7
রিপোর্ট অনুযায়ী দীপিকার দেহরক্ষীর বেতন বেড়েছে! আগে ছিল আশি লক্ষ্য এখন জালালের বেতন ১.২ কোটি। জালালকে প্রতি বছর রাখিও পরান দীপিকা।

রিপোর্ট অনুযায়ী দীপিকার দেহরক্ষীর বেতন বেড়েছে! আগে ছিল আশি লক্ষ্য এখন জালালের বেতন ১.২ কোটি। জালালকে প্রতি বছর রাখিও পরান দীপিকা।

6 / 7
অক্ষয়ের বডিগার্ডের বার্ষিক উপার্জন ১.২ কোটি। অক্ষয় কুমার তার দেহরক্ষী শ্রেয়াস থালের বাইকে চেপে শুটিং সেটে ঘোরেন।

অক্ষয়ের বডিগার্ডের বার্ষিক উপার্জন ১.২ কোটি। অক্ষয় কুমার তার দেহরক্ষী শ্রেয়াস থালের বাইকে চেপে শুটিং সেটে ঘোরেন।

7 / 7
দেখুন গ্যালারি: ৭ বলিউড সুপারস্টারদের দেহরক্ষী, বেতন জানলে অবাক হতে বাধ্য!