‘কি অ্যান্ড কা’ থেকে ‘তামাশা’… আর কোন কোন ছবির অফার ফিরিয়েছিলেন অনুষ্কা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 03, 2021 | 1:55 PM

অভিনেতাদের কাছে ছবির অফার আসে। তাঁরা আবার অফার ফিরিয়েও দেন নানা কারণে। অনুষ্কা শর্মার ক্ষেত্রেও তেমন ঘটনা ঘটেছে। ৭টি ছবির অফার ফিরিয়েছিলেন অনুষ্কা। কোন কোন ছবি জানলে অবাক হবেন।

1 / 7
প্রথমে 'পিকে' ছবির অফার ফিরিয়েছিলেন অনুষ্কা। পরে রাজি হয়েছিলেন ছবিটি করতে।

প্রথমে 'পিকে' ছবির অফার ফিরিয়েছিলেন অনুষ্কা। পরে রাজি হয়েছিলেন ছবিটি করতে।

2 / 7
'বার বার দেখো' ছবিতে ক্যাটরিনা কাইফের চরিত্রটি প্রথমে গিয়েছিল অনুষ্কার কাছে।

'বার বার দেখো' ছবিতে ক্যাটরিনা কাইফের চরিত্রটি প্রথমে গিয়েছিল অনুষ্কার কাছে।

3 / 7
যদিও করিনাই ছিল তাঁর প্রথম পছন্দ, কিন্তু কেন যেন পরিচালক আর বাল্কির মনে হয়েছিল করিনা রোলটি করবেন না। তাই তিনি ছবির অফার নিয়ে গিয়েছিলেন অনুষ্কার কাছে। কিন্তু অনুষ্কা না করে দিয়েছিলেন। করিনা ফেরাননি পরিচালককে।

যদিও করিনাই ছিল তাঁর প্রথম পছন্দ, কিন্তু কেন যেন পরিচালক আর বাল্কির মনে হয়েছিল করিনা রোলটি করবেন না। তাই তিনি ছবির অফার নিয়ে গিয়েছিলেন অনুষ্কার কাছে। কিন্তু অনুষ্কা না করে দিয়েছিলেন। করিনা ফেরাননি পরিচালককে।

4 / 7
'তামাশা' ছবির অফার ফিরিয়েছিলেন অনুষ্কা।

'তামাশা' ছবির অফার ফিরিয়েছিলেন অনুষ্কা।

5 / 7
'টু স্টেটস' ছবিতে আলিয়া ভাটের জায়গায় থাকার কথা ছিল অনুষ্কারই।

'টু স্টেটস' ছবিতে আলিয়া ভাটের জায়গায় থাকার কথা ছিল অনুষ্কারই।

6 / 7
দক্ষিণ সুপারস্টার মহেশবাবু 'আগাডু' ছবিতে একটি রোল অফার করেছিলেন অনুষ্কাকে। কিন্তু তিনি সেই অফার ফিরিয়েছিলেন।

দক্ষিণ সুপারস্টার মহেশবাবু 'আগাডু' ছবিতে একটি রোল অফার করেছিলেন অনুষ্কাকে। কিন্তু তিনি সেই অফার ফিরিয়েছিলেন।

7 / 7
দক্ষিণের আল্লু আর্জুন ও জুনিয়র এন টি আরও তাঁকে ছবিতে নিতে চেয়েছিলেন। রাজি ছিলেন না অনুষ্কা।

দক্ষিণের আল্লু আর্জুন ও জুনিয়র এন টি আরও তাঁকে ছবিতে নিতে চেয়েছিলেন। রাজি ছিলেন না অনুষ্কা।

Next Photo Gallery