Jio Recharge Plan: 250 টাকার কমে Jio-র সস্তা রিচার্জ প্ল্যান, সঙ্গে আনলিমিটেড কলিং আর ডেটার সুবিধা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 14, 2023 | 11:26 AM

Reliance Jio Prepaid Recharge Plans: Reliance Jio-এর অনেক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যা হয়তো অনেকেই জানেন না। যেগুলিতে হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং অন্যান্য অনেক সুবিধা দেওয়া হয়।

1 / 8
Reliance Jio-এর অনেক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যা হয়তো অনেকেই জানেন না। যেগুলিতে হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং অন্যান্য অনেক সুবিধা দেওয়া হয়। প্ল্য়ানগুলির দামও 250 টাকার কম। তাই চলুন দেখে নেওয়া যাক, Reliance Jio-এর সেই সব প্ল্য়ানগুলি।

Reliance Jio-এর অনেক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যা হয়তো অনেকেই জানেন না। যেগুলিতে হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং অন্যান্য অনেক সুবিধা দেওয়া হয়। প্ল্য়ানগুলির দামও 250 টাকার কম। তাই চলুন দেখে নেওয়া যাক, Reliance Jio-এর সেই সব প্ল্য়ানগুলি।

2 / 8
Reliance Jio-এর 119 টাকার প্ল্য়ান: Jio-এর এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা, 300 SMS, আনলিমিটেড কলিং এবং Jio অ্যাপগুলির অ্যাক্সেস পাওয়া যায়। এই প্ল্যানের বৈধতা 14 দিন।

Reliance Jio-এর 119 টাকার প্ল্য়ান: Jio-এর এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা, 300 SMS, আনলিমিটেড কলিং এবং Jio অ্যাপগুলির অ্যাক্সেস পাওয়া যায়। এই প্ল্যানের বৈধতা 14 দিন।

3 / 8
Reliance Jio-এর 149 টাকার প্ল্য়ান:Jio-এর এই প্ল্যানে, প্রতিদিন 1GB ডেটা, প্রতিদিন 100 SMS, আনলিমিটেড কলিং এবং JioTV, JioCinema, JioSecurity, JioCloud-এ অ্যাক্সেস পেয়ে যাবেন। এই প্ল্যানের বৈধতা 20 দিন।

Reliance Jio-এর 149 টাকার প্ল্য়ান:Jio-এর এই প্ল্যানে, প্রতিদিন 1GB ডেটা, প্রতিদিন 100 SMS, আনলিমিটেড কলিং এবং JioTV, JioCinema, JioSecurity, JioCloud-এ অ্যাক্সেস পেয়ে যাবেন। এই প্ল্যানের বৈধতা 20 দিন।

4 / 8
Reliance Jio-এর 179 টাকার প্ল্য়ান: এই রিচার্জ প্ল্যানে, প্রতিদিন 1GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100-টি করে SMS এবং Jio-এর অ্যাপগুলির অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানটি 24 দিনের জন্য় বৈধ।

Reliance Jio-এর 179 টাকার প্ল্য়ান: এই রিচার্জ প্ল্যানে, প্রতিদিন 1GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100-টি করে SMS এবং Jio-এর অ্যাপগুলির অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানটি 24 দিনের জন্য় বৈধ।

5 / 8
Reliance Jio-এর 199 টাকার প্ল্য়ান: এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং, Jio অ্যাপগুলিতে অ্যাক্সেস এবং 100 SMS পাবেন। এই প্ল্যানের বৈধতা 23 দিন।

Reliance Jio-এর 199 টাকার প্ল্য়ান: এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং, Jio অ্যাপগুলিতে অ্যাক্সেস এবং 100 SMS পাবেন। এই প্ল্যানের বৈধতা 23 দিন।

6 / 8
Reliance Jio-এর 209 টাকার প্ল্য়ান: এই প্ল্যানে আপনি প্রতিদিন 1GB ডেটা, প্রতিদিন 100-টি করে SMS, আনলিমিটেড কলিং এবং Jio অ্যাপের সুবিধা পাবেন। এর বৈধতা 28 দিন।

Reliance Jio-এর 209 টাকার প্ল্য়ান: এই প্ল্যানে আপনি প্রতিদিন 1GB ডেটা, প্রতিদিন 100-টি করে SMS, আনলিমিটেড কলিং এবং Jio অ্যাপের সুবিধা পাবেন। এর বৈধতা 28 দিন।

7 / 8
Reliance Jio-এর 239 টাকার প্ল্য়ান: এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS এবং Jio অ্যাপের সুবিধা রয়েছে। এর বৈধতা 28 দিন। অর্থাৎ মাত্র 239 টাকা খরচ করে আপনি প্রতিদিন 1.5GB ডেটা পেয়ে যাবেন।

Reliance Jio-এর 239 টাকার প্ল্য়ান: এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS এবং Jio অ্যাপের সুবিধা রয়েছে। এর বৈধতা 28 দিন। অর্থাৎ মাত্র 239 টাকা খরচ করে আপনি প্রতিদিন 1.5GB ডেটা পেয়ে যাবেন।

8 / 8
Reliance Jio-এর 249 টাকার প্ল্য়ান: এই প্ল্যানে প্রতিদিন 2GB 5G ডেটা, প্রতিদিন 100-টি করে SMS, আনলিমিটেড কলিং এবং Jio অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস পেয়ে যাবেন। এর বৈধতা 23 দিন।

Reliance Jio-এর 249 টাকার প্ল্য়ান: এই প্ল্যানে প্রতিদিন 2GB 5G ডেটা, প্রতিদিন 100-টি করে SMS, আনলিমিটেড কলিং এবং Jio অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস পেয়ে যাবেন। এর বৈধতা 23 দিন।

Next Photo Gallery