Jio Recharge Plan: 250 টাকার কমে Jio-র সস্তা রিচার্জ প্ল্যান, সঙ্গে আনলিমিটেড কলিং আর ডেটার সুবিধা
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Mar 14, 2023 | 11:26 AM
Reliance Jio Prepaid Recharge Plans: Reliance Jio-এর অনেক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যা হয়তো অনেকেই জানেন না। যেগুলিতে হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং অন্যান্য অনেক সুবিধা দেওয়া হয়।
1 / 8
Reliance Jio-এর অনেক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যা হয়তো অনেকেই জানেন না। যেগুলিতে হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং অন্যান্য অনেক সুবিধা দেওয়া হয়। প্ল্য়ানগুলির দামও 250 টাকার কম। তাই চলুন দেখে নেওয়া যাক, Reliance Jio-এর সেই সব প্ল্য়ানগুলি।
2 / 8
Reliance Jio-এর 119 টাকার প্ল্য়ান: Jio-এর এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা, 300 SMS, আনলিমিটেড কলিং এবং Jio অ্যাপগুলির অ্যাক্সেস পাওয়া যায়। এই প্ল্যানের বৈধতা 14 দিন।
3 / 8
Reliance Jio-এর 149 টাকার প্ল্য়ান:Jio-এর এই প্ল্যানে, প্রতিদিন 1GB ডেটা, প্রতিদিন 100 SMS, আনলিমিটেড কলিং এবং JioTV, JioCinema, JioSecurity, JioCloud-এ অ্যাক্সেস পেয়ে যাবেন। এই প্ল্যানের বৈধতা 20 দিন।
4 / 8
Reliance Jio-এর 179 টাকার প্ল্য়ান: এই রিচার্জ প্ল্যানে, প্রতিদিন 1GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100-টি করে SMS এবং Jio-এর অ্যাপগুলির অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানটি 24 দিনের জন্য় বৈধ।
5 / 8
Reliance Jio-এর 199 টাকার প্ল্য়ান: এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং, Jio অ্যাপগুলিতে অ্যাক্সেস এবং 100 SMS পাবেন। এই প্ল্যানের বৈধতা 23 দিন।
6 / 8
Reliance Jio-এর 209 টাকার প্ল্য়ান: এই প্ল্যানে আপনি প্রতিদিন 1GB ডেটা, প্রতিদিন 100-টি করে SMS, আনলিমিটেড কলিং এবং Jio অ্যাপের সুবিধা পাবেন। এর বৈধতা 28 দিন।
7 / 8
Reliance Jio-এর 239 টাকার প্ল্য়ান: এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS এবং Jio অ্যাপের সুবিধা রয়েছে। এর বৈধতা 28 দিন। অর্থাৎ মাত্র 239 টাকা খরচ করে আপনি প্রতিদিন 1.5GB ডেটা পেয়ে যাবেন।
8 / 8
Reliance Jio-এর 249 টাকার প্ল্য়ান: এই প্ল্যানে প্রতিদিন 2GB 5G ডেটা, প্রতিদিন 100-টি করে SMS, আনলিমিটেড কলিং এবং Jio অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস পেয়ে যাবেন। এর বৈধতা 23 দিন।