Dilip-Shahrukh: দিলীপ কুমার ও শাহরুখ খানের মধ্যে ছিল ৭টি মিল, কী কী দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 02, 2021 | 8:10 PM

অনেকবারই প্রকাশ্যে দিলীপ কুমার বলেছেন, শাহরুখ খান তাঁর ছেলের মতো। তাঁর স্ত্রী অভিনেত্রী সায়রা বানুও বলেছেন, তাঁদের যদি সন্তান থাকত, সে শাহরুখের মতোই হত। রক্তের সম্পর্ক না থাকলেও দিলীপ কুমারের সঙ্গে গভীর টান অনুভাব করতেন শাহরুখ। তাঁদের মধ্যে ছিল একাধিক মিল।

1 / 7
১. অভিনেতা দিলীপ কুমার ও শাহরুখ খান দু'জনেই ইসলাম ধর্মাবলম্বী মানুষ। দু'জনেই পাঠান।

১. অভিনেতা দিলীপ কুমার ও শাহরুখ খান দু'জনেই ইসলাম ধর্মাবলম্বী মানুষ। দু'জনেই পাঠান।

2 / 7
২. তাঁদের কারওরই ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার ছিল না। ছিল না কোনও আত্মীয় বা পারিবারিক যোগ। দু'জনেই সুপারস্টার হওয়ার জন্যই জন্মেছিলেন।

২. তাঁদের কারওরই ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার ছিল না। ছিল না কোনও আত্মীয় বা পারিবারিক যোগ। দু'জনেই সুপারস্টার হওয়ার জন্যই জন্মেছিলেন।

3 / 7
৩. বাঙালি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'দেবদাস' উপন্যাস অবলম্বনে তৈরি 'দেবদাস' ছবিতে অভিনয় করেছেন দু'জনেই। ভিন্ন সময়ে দু'বার ছবিটি তৈরি করেছে বলিউড। একটিতে দেবদাস ছিলেন দিলীপ কুমার। অন্যটিতে শাহরুখ খান।

৩. বাঙালি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'দেবদাস' উপন্যাস অবলম্বনে তৈরি 'দেবদাস' ছবিতে অভিনয় করেছেন দু'জনেই। ভিন্ন সময়ে দু'বার ছবিটি তৈরি করেছে বলিউড। একটিতে দেবদাস ছিলেন দিলীপ কুমার। অন্যটিতে শাহরুখ খান।

4 / 7
৪. সব বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন দিলীপ কুমার। তাঁর সঙ্গে এই প্রসঙ্গে তুলনা করা হয় শাহরুখের। তাঁরও বিভিন্ন বিষয়ে অগাধ জ্ঞান।

৪. সব বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন দিলীপ কুমার। তাঁর সঙ্গে এই প্রসঙ্গে তুলনা করা হয় শাহরুখের। তাঁরও বিভিন্ন বিষয়ে অগাধ জ্ঞান।

5 / 7
৫. দু'জনেই যে বাংলোতে থাকেন, অনেক চর্চা হয় সেটি নিয়ে। দিলীপ কুমারের পালি হিলের বাংলো নিয়ে আলোচনা হয়েছিল একটা সময়। শাহরুখের মন্নত নিয়েও হয়।

৫. দু'জনেই যে বাংলোতে থাকেন, অনেক চর্চা হয় সেটি নিয়ে। দিলীপ কুমারের পালি হিলের বাংলো নিয়ে আলোচনা হয়েছিল একটা সময়। শাহরুখের মন্নত নিয়েও হয়।

6 / 7
৬. গুলজ়ারের 'কোশিস' ছবিতে দিলীপ কুমারের চরিত্রেই অভিনয় করেছিলেন দিলীপ। অন্যদিকে 'ফ্যান' ছবিতে নিজ চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ।

৬. গুলজ়ারের 'কোশিস' ছবিতে দিলীপ কুমারের চরিত্রেই অভিনয় করেছিলেন দিলীপ। অন্যদিকে 'ফ্যান' ছবিতে নিজ চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ।

7 / 7
৭. দু'জনেরই পাকিস্তানে রয়েছে প্রচুর ফ্যান।

৭. দু'জনেরই পাকিস্তানে রয়েছে প্রচুর ফ্যান।

Next Photo Gallery