Lemon: রান্নায় স্বাদ বাড়ানো ছাড়া আর কোন কাজে লাগে লেবুর রস? রইল টিপস

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 12, 2023 | 7:10 AM

Kitchen Tips: রান্নায় লেবুর রস যোগ করলে খাবারের স্বাদ বদলে যায়। ভারতের প্রতিটা হেঁশেলেই পাতিলেবু পাওয়া যায়। কিন্তু খাবারে স্বাদ যোগ করা ছাড়া আর কোন উপায়ে লেবু ব্যবহার করা যায় জানেন?

1 / 8
রান্নায় লেবুর রস যোগ করলে খাবারের স্বাদ বদলে যায়। ভারতের প্রতিটা হেঁশেলেই পাতিলেবু পাওয়া যায়। কিন্তু খাবারে স্বাদ যোগ করা ছাড়া আর কোন উপায়ে লেবু ব্যবহার করা যায় জানেন?

রান্নায় লেবুর রস যোগ করলে খাবারের স্বাদ বদলে যায়। ভারতের প্রতিটা হেঁশেলেই পাতিলেবু পাওয়া যায়। কিন্তু খাবারে স্বাদ যোগ করা ছাড়া আর কোন উপায়ে লেবু ব্যবহার করা যায় জানেন?

2 / 8
সাদা ঝরঝরে ভাত রান্না করতে হলে লেবুর রস ব্যবহার করুন। চাল সেদ্ধ করার সময় এতে এক চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে দিন। এতে ভাত থেকে সুগন্ধ বেরোবে এবং ঝরঝরে হবে।

সাদা ঝরঝরে ভাত রান্না করতে হলে লেবুর রস ব্যবহার করুন। চাল সেদ্ধ করার সময় এতে এক চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে দিন। এতে ভাত থেকে সুগন্ধ বেরোবে এবং ঝরঝরে হবে।

3 / 8
রান্নায় ভুল করে অতিরিক্ত ঝাল পড়ে গিয়েছে? লেবুর রস মিশিয়ে দিন এক চামচ। এতে খাবারে অতিরিক্ত ঝাল কমে যায়। লেবুর রস মেশালে খাবারের ঝালের ভারসাম্য ঠিক হয়ে যায়।

রান্নায় ভুল করে অতিরিক্ত ঝাল পড়ে গিয়েছে? লেবুর রস মিশিয়ে দিন এক চামচ। এতে খাবারে অতিরিক্ত ঝাল কমে যায়। লেবুর রস মেশালে খাবারের ঝালের ভারসাম্য ঠিক হয়ে যায়।

4 / 8
আদা-রসুন কাটার পর বা পেস্ট বানানোর পর হাত থেকে গন্ধ বের হয়? হাতে পাতিলেবুর রস মেখে নিন। এতে হাতের দুর্গন্ধ কমে যায়। হাত থেকে যে কোনও দুর্গন্ধ দূর করতে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন।

আদা-রসুন কাটার পর বা পেস্ট বানানোর পর হাত থেকে গন্ধ বের হয়? হাতে পাতিলেবুর রস মেখে নিন। এতে হাতের দুর্গন্ধ কমে যায়। হাত থেকে যে কোনও দুর্গন্ধ দূর করতে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন।

5 / 8
ফ্রিজে মাছ, মাংস রাখায় গন্ধ ছাড়ছে? ফ্রিজের প্রতি তাকে পাতিলেবুর স্লাইস রেখে দিন। এতে ফ্রিজের দুর্গন্ধ কেটে যাবে। এছাড়া ফ্রিজ পরিষ্কার করার সময় জলে লেবুর রস মিশিয়ে পরিষ্কার করতে পারেন।

ফ্রিজে মাছ, মাংস রাখায় গন্ধ ছাড়ছে? ফ্রিজের প্রতি তাকে পাতিলেবুর স্লাইস রেখে দিন। এতে ফ্রিজের দুর্গন্ধ কেটে যাবে। এছাড়া ফ্রিজ পরিষ্কার করার সময় জলে লেবুর রস মিশিয়ে পরিষ্কার করতে পারেন।

6 / 8
বাসনে পোড়া দাগ বা পুরনো দাগ তুলতে চান? বাসন মাজার সময় লেবুর রস ব্যবহার করুন। এতে বাসনের দাগ ও দুর্গন্ধ দুটোই দূর হয়ে যাবে। একইভাবে, গয়না পরিষ্কার করতেও আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন।

বাসনে পোড়া দাগ বা পুরনো দাগ তুলতে চান? বাসন মাজার সময় লেবুর রস ব্যবহার করুন। এতে বাসনের দাগ ও দুর্গন্ধ দুটোই দূর হয়ে যাবে। একইভাবে, গয়না পরিষ্কার করতেও আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন।

7 / 8
মাইক্রোওয়েভ পরিষ্কার করতে লেবুর রস ব্যবহার করুন। জলে লেবুর রস মিশিয়ে গরম করতে দিন। এবার ওতে স্পঞ্জ ডুবিয়ে মাইক্রোওয়েভ পরিষ্কার করে দিন। এতেই মাইক্রোওয়েভ পরিষ্কার হয়ে যাবে।

মাইক্রোওয়েভ পরিষ্কার করতে লেবুর রস ব্যবহার করুন। জলে লেবুর রস মিশিয়ে গরম করতে দিন। এবার ওতে স্পঞ্জ ডুবিয়ে মাইক্রোওয়েভ পরিষ্কার করে দিন। এতেই মাইক্রোওয়েভ পরিষ্কার হয়ে যাবে।

8 / 8
শাক-সবজি কাটতে নিশ্চয়ই চপিং বোর্ড ব্যবহার করেন? দীর্ঘদিন ধরে চপিং বোর্ড ব্যবহার করলে দাগ পড়ে যায়। এক্ষেত্রে আপনি লেবুর রস ব্যবহার করে চপিং বোর্ড পরিষ্কার করে নিতে পারেন।

শাক-সবজি কাটতে নিশ্চয়ই চপিং বোর্ড ব্যবহার করেন? দীর্ঘদিন ধরে চপিং বোর্ড ব্যবহার করলে দাগ পড়ে যায়। এক্ষেত্রে আপনি লেবুর রস ব্যবহার করে চপিং বোর্ড পরিষ্কার করে নিতে পারেন।

Next Photo Gallery