গাজর: শীতকালে পাওয়া সবজিগুলির মধ্যে অন্যতম পুষ্টিকর খাবার হল গাজর। এর মধ্যে ভিটামিন বি৬, এ এবং ফাইবার রয়েছে।
দুধ: দুধের মধ্যেও ভিটামিন বি৬ রয়েছে। তাছাড়া শীতকালে গরম দুধ পান করলে শরীর গরম থাকে।
কলা: ওজন কমাতে চান? তাহলে খাদ্যতালিকায় রাখুন কলাকে। এর মধ্যেও রয়েছে ভিটামিন বি৬ আর তার সঙ্গে রয়েছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট।
পালং শাক: শীতকালে পাওয়া এই সবজি প্রচুর পরিমাণে স্বাস্থ্য সুবিধা সরবরাহ করে। তাছাড়া এর মধ্যে রয়েছে ফোলেট, আয়রন ও পটাশিয়াম।
চিকেন লিভার: ফোলেট ও আয়রন সমৃদ্ধ এই খাবারেও রয়েছে ভিটামিন বি৬।
ডিম: ডিম হচ্ছে সুপারফুড। এর মধ্যে একাধিক ভিটামিন ও মিনারেল উপস্থিত রয়েছে, তার মধ্যে অন্যতম হল ভিটামিন বি৬।
কড়াইশুঁটি: শীতকালে পাওয়া যায় এরকম আরেকটি সবজি হল মটরশুঁটি। এর মধ্যেও ভিটামিন বি৬ রয়েছে। এটিকে আপনি খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন।