Vitamin B6 Rich Foods: শরীরে ভিটামিন বি৬- এর অভাব পূরণ করতে সাহায্য করবে শীতের মরসুমি খাবারই!

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 29, 2021 | 3:44 PM

হজম ক্ষমতা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে ভিটামিন বি৬। এই ভিটামিনের অভাব থেকে শরীরে একাধিক রোগের উৎপত্তি হতে পারে। তাই শরীরে ভিটামিন বি৬- এর চাহিদা মেটাতে খান এই খাবারগুলি...

1 / 7
গাজর: শীতকালে পাওয়া সবজিগুলির মধ্যে অন্যতম পুষ্টিকর খাবার হল গাজর। এর মধ্যে ভিটামিন বি৬, এ এবং ফাইবার রয়েছে।

গাজর: শীতকালে পাওয়া সবজিগুলির মধ্যে অন্যতম পুষ্টিকর খাবার হল গাজর। এর মধ্যে ভিটামিন বি৬, এ এবং ফাইবার রয়েছে।

2 / 7
দুধ: দুধের মধ্যেও ভিটামিন বি৬ রয়েছে। তাছাড়া শীতকালে গরম দুধ পান করলে শরীর গরম থাকে।

দুধ: দুধের মধ্যেও ভিটামিন বি৬ রয়েছে। তাছাড়া শীতকালে গরম দুধ পান করলে শরীর গরম থাকে।

3 / 7
কলা: ওজন কমাতে চান? তাহলে খাদ্যতালিকায় রাখুন কলাকে। এর মধ্যেও রয়েছে ভিটামিন বি৬ আর তার সঙ্গে রয়েছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট।

কলা: ওজন কমাতে চান? তাহলে খাদ্যতালিকায় রাখুন কলাকে। এর মধ্যেও রয়েছে ভিটামিন বি৬ আর তার সঙ্গে রয়েছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট।

4 / 7
পালং শাক: শীতকালে পাওয়া এই সবজি প্রচুর পরিমাণে স্বাস্থ্য সুবিধা সরবরাহ করে। তাছাড়া এর মধ্যে রয়েছে ফোলেট, আয়রন ও পটাশিয়াম।

পালং শাক: শীতকালে পাওয়া এই সবজি প্রচুর পরিমাণে স্বাস্থ্য সুবিধা সরবরাহ করে। তাছাড়া এর মধ্যে রয়েছে ফোলেট, আয়রন ও পটাশিয়াম।

5 / 7
চিকেন লিভার: ফোলেট ও আয়রন সমৃদ্ধ এই খাবারেও রয়েছে ভিটামিন বি৬।

চিকেন লিভার: ফোলেট ও আয়রন সমৃদ্ধ এই খাবারেও রয়েছে ভিটামিন বি৬।

6 / 7
ডিম: ডিম হচ্ছে সুপারফুড। এর মধ্যে একাধিক ভিটামিন ও মিনারেল উপস্থিত রয়েছে, তার মধ্যে অন্যতম হল ভিটামিন বি৬।

ডিম: ডিম হচ্ছে সুপারফুড। এর মধ্যে একাধিক ভিটামিন ও মিনারেল উপস্থিত রয়েছে, তার মধ্যে অন্যতম হল ভিটামিন বি৬।

7 / 7
কড়াইশুঁটি: শীতকালে পাওয়া যায় এরকম আরেকটি সবজি হল মটরশুঁটি। এর মধ্যেও ভিটামিন বি৬ রয়েছে। এটিকে আপনি খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন।

কড়াইশুঁটি: শীতকালে পাওয়া যায় এরকম আরেকটি সবজি হল মটরশুঁটি। এর মধ্যেও ভিটামিন বি৬ রয়েছে। এটিকে আপনি খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন।

Next Photo Gallery