Bangla News Photo gallery 75th Independence Day Virat Kohli Sachin Tendulkar MS Dhoni many Indian cricketers change their social media profile photo with Indian flag
Independence Day: সচিন-ধোনি-বিরাটরা… জেনে নিন কোন ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়া প্রোফাইল সাজালেন তিরঙ্গায়
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 15, 2022 | 3:30 PM
সারা দেশজুড়ে আজ পালিত হচ্ছে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। প্রত্যেকের বাড়ি আজ সেজে উঠেছে ভারতের পতাকায়। ভারতের তারকা ক্রিকেটাররাও নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবি বদলে সাজিয়েছেন তিরঙ্গায়। এই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা।
1 / 9
সারা দেশজুড়ে আজ পালিত হচ্ছে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। প্রত্যেকের বাড়ি আজ সেজে উঠেছে ভারতের পতাকায়। ভারতের তারকা ক্রিকেটাররাও নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবি বদলে সাজিয়েছেন তিরঙ্গায়। এই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবিতে তেরঙ্গা দিয়েছিলেন। আজ, তিনি নিজের বাড়িতে পতাকা উত্তোলনও করেছেন। (ছবি-সচিন তেন্ডুলকর টুইটার)
2 / 9
অনেক ভারতীয় ক্রিকেটার সোশ্যাল মিডিয়াতে তাঁদের প্রোফাইল ফটো পরিবর্তন করে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করছেন। প্রাক্তন ভারত অধিনায়ক, মহেন্দ্র সিং ধোনি যিনি বছরে মাত্র ১-২ বার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন, তিনি ইনস্টাগ্রামে তাঁর প্রোফাইল ফটো পরিবর্তন করেছেন এবং সেখানে তিরঙ্গা রেখেছেন। (ছবি-মহেন্দ্র সিং ধোনি ইন্সটাগ্রাম)
3 / 9
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপনে যোগ দিয়েছেন। এবং কোহলি টুইটার ও ইনস্টাগ্রাম উভয় অ্যাকাউন্টেই তাঁর প্রোফাইল ছবির জায়গায় তিরঙ্গা রেখেছেন। (ছবি-বিরাট কোহলি ইন্সটাগ্রাম)
4 / 9
টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিজের সোশ্য়াল মিডিয়া প্রোফাইলের ছবি পরিবর্তন করে ভারতের পতাকা রেখেছেন। পাশাপাশি আজ, তিনি পতাকা হাতে ছবিও পোস্ট করেছেন। (ছবি-রোহিত শর্মা টুইটার)
5 / 9
ভারতীয় তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াও নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ফটো বদলে দিয়ে তিরঙ্গার ছবি রেখেছেন। (ছবি-হার্দিক পান্ডিয়া টুইটার)
6 / 9
বর্তমানে হারারেতে রয়েছেন ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুল। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ অগস্ট থেকে ৩ ম্যাচের এক দিনের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের ক্যাপ্টেন লোকেশ। জিম্বাবোয়ে থেকেই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলে দিয়ে ভারতের পতাকার ছবি রেখেছেন কেএল রাহুল। (ছবি-কেএল রাহুল টুইটার)
7 / 9
টিম ইন্ডিয়ার তারকা বোলার জসপ্রীত বুমরাও আজাদির অমৃত মহোৎসবে সামিল হতে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবি বদলে দিয়েছেন। তাতে রেখেছেন ভারতের তিরঙ্গা। (ছবি-জসপ্রীত বুমরা টুইটার)
8 / 9
ভারতের তরুণ ক্রিকেটার ও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ারও রয়েছেন এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি পরিবর্তন করার তালিকায়। নিজের ছবি সরিয়ে দিয়ে শ্রেয়স সেখানে দিয়েছেন ভারতের পতাকা। (ছবি-শ্রেয়স আইয়ার টুইটার)
9 / 9
ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকও নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলে দিয়েছেন ভারতের পতাকায়। (ছবি-দীনেশ কার্তিক টুইটার)