TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 04, 2023 | 5:53 PM
সারবছর সর্দি-কাশির সমস্যা লেগেই থাকে। তবে দীর্ঘস্থায়ী কাশি কিন্তু মোটেই ভাল লক্ষণ নয়। ফুসফুসে ক্যানসারের (Lung Cancer) প্রথম উপসর্গই হল এই দীর্ঘস্থায়ী কাশি।
ইউকে ন্যাশনাল হেল্থ সার্ভিসের মতে কোলন ক্যানসার হলে মলত্যাগের অভ্য়াস পরিবর্তন হয়। এক্ষেত্রে ঘন ঘন পায়খানার বেগ আসে।
শরীরের বিভিন্ন অংশে ছোট্ট মাংস পিণ্ড বা লাম্প দেখা গেলে সতর্ক হন, এটি স্তন ক্যানসারের উপসর্গ। বেশীরভাগ ক্ষেত্রে মহিলাদের স্তনে এই ধরনের লাম্প দেখা যায়। কোনও রকমের ব্যথা অনুভব করা যায় না এগুলিতে।
শরীরে আঁচিলের পরিমাণ বেড়ে গেলে এটি কিন্তু ভাবনার বিষয়। আঁচিল বড় হতে থাকলে বা তার রঙের পরিবর্তন দেখলেই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
হঠাৎ কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়া কিন্তু একেবারেই ভাল লক্ষণ নয়। শরীরে ক্যানসার বাসা বাঁধলে কোনও কারণ ছাড়া ওজন কমে যায়।
অনেক সময় খাবার গিলতে সমস্যা হয়। এটিকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে গেলেই বিপদ। গলার ভিতরে টিউমার হলে এই ধরনের সমস্যা হয়। যা পরে ক্যানসারে পরিনত হয়।
প্রস্রাবের সঙ্গে রক্ত বের হয়? সময় নষ্ট না করে এক্ষুনি চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এটি মূত্রাশয়ে ক্যানসারের প্রথম লক্ষণ।
কোনও কারণ ছাড়াই শরীরের বিভিন্ন অংশে দীর্ঘস্থায়ী ব্যথাকে সাধারণ সমস্যা ভেবে ফেলে রাখবেন না। শরীরে ক্যানসার বাসা বাঁধলে এই ধরনের ব্যথা হয়।